বাংলা বর্ণমালার বিভীষিকা দূর করা হোক এই সিরিজে আমার শেষ কয়েকটা পোস্টের রিক্যাপ হচ্ছে এটা। গত পোস্টে দেখলাম শুধু আমি নই আরো অনেক ব্লগারই এর সাথে একমত হয়েছেন। আসলে আমাদের মেইন ফোকাসটা হওয়া উচিত প্রো-পিপল।
কিছু মুখচেনা বিশেষজ্ঞ যেই অচলায়তন আঁকড়ে ধরে আছেন, তাদেরকে একটা পুশ দিতেই এগিয়ে আসতে হবে আমাদের। আমরা ব্লগাররাই এই অল্টারনেটিভ মিডিয়াতে আমাদের ভাবনাগুলো একত্রিত করতে পারি। পারি একে সাধারণের আরো কাছে নিয়ে যাবার প্রথম পদক্ষেপটা ফেলতে। এটা ঐ মুখচেনাদের ও তাদের ভাবশিষ্যদের বুঝতে হবে যে, সময়ের সাথে সাথে ভাষার বিবর্তন ঘটবেই।
কাউকে বা না কাউকে তা অবশ্যই শুরু করতে হবে।
আমরাই না হয় কাজটা শুরু করি।
_____
র, ড়, ঢ়
_____
র, ড়, ঢ় কয় রকমের র দরকার আমাদের বর্ণমালায়?
মনের ভাব সহজে প্রকাশের জন্যই তো ভাষা, নাকি?
তাহলে এই তিন বর্ণ "র/ড়/ঢ়" দের মাধ্যমে কি মনের ভাবটা সহজে প্রকাশ হচ্ছে?
বর্তমানে, মৌখিকরূপে এদের ফারাক এতোটাই কমে গিয়েছে যে এদের একীভূত করে একটি বর্ণতেই আনা যায়।
কি, ব্লগার বন্ধুরা,
সত্যি করে বলুন তো কখনো মনে হয়নি এত র/ড়/ঢ় এর কী প্রয়োজন?
লৈখিক রূপে এদের পার্থক্য ঘোচানোর দিন কী এখনো আসেনি?
_____
স, শ, ষ
_____
বাংলা বর্ণমালা হতে স, শ, ষ তিনটির যেকোনো একটি রাখা হোক। অথবা, যে কোনো একটি বর্ণ আপাতত: ধীরে ধীরে বিলুপ্ত করা হোক। (আমার রিকমেন্ডশন-ষ)
____
ন, ণ
____
বাংলা বর্ণমালা হতে ন, ণ এই দুটোর যেকোনো একটি রাখা হোক।
ণ, এই বর্ণটির ব্যবহার আসলে খুব শিগগিরই কমিয়ে বিলুপ্ত করা যায়; কোনো সাইড এফেক্ট ছাড়াই ... আপনার মতামতটা জানাবেন।
____
ং ঙ
____
উপরের বর্ণ দু'টি দেখুন ং আর ঙ । এদের উচ্চারণ প্রায় ৯৮% একই রকম । কিন্তু এরা আলাদা বর্ণ আমাদের প্রিয় বর্ণমালায়। একটিকে বেছে নিয়ে কী বর্ণমালাকে বিভীষিকামুক্ত করা যায় না। আমার রিকমেন্ডেশন ঙ এর ব্যবহার ধীরে ধীরে কমিয়ে এনে বিলুপ্ত করে ভাষাকে সহজ করা।
তাহলে, প্রিয় ব্লগার বন্ধুরা একটু ভাবুন তো, আপনি কী আপনার প্রিয় ভাষাকে সহজরূপে দেখতে চান না? ভাষাকে বিভীষিকামুক্ত করতে চান না? আমাদের এজন্য যা যৌক্তিক তা বলতে হবে। কোদালকে কোদালই বলতে হবে। চোখ মেলতে হবে।
আমরা না জাগলে তো সকাল হবে না। আমাদের ভাষাকে আমাদেরই সংস্কার করতে হবে। সেটা কোনো এলিয়েন এসে করে দিয়ে যাবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



