ঋণখেলাপি হৃদয় তোমার
দেউলিয়া করেছো সকল প্রেম
চুকিয়েছো অবশিষ্ট যত দেনা
রেখেছো হাতে ভিক্ষের থালা
দু'চার অচল প্রেম শব্দ করে টুংটাং!
তুমি পুরোনো, তুমি এন্টিক....
তুমি, তোমার নিঃসঙ্গ অতীত
সূতোহীন ঘুড়ির মত- অগোছালো অনুভব
কেন এত বেখেয়াল ছিলে তুমি?
হৃদয়কে পারো নি বাঁধতে
তবে কী অপূর্ণ হয়ে থাকতে?
শেষ বিকেলের কুয়াশার মত...
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



