এই ইট পাথরের প্রাচীরে
এই রক্ত মাংসের দেহে
অনুভব খোঁজে না কেউ
নিস্ক্রিয় সময়ে জন্মানো ফুল
ফুটে থাকে শুকনো ডালে।
পরাণের পাতায় লেখা যত উচ্ছাস
হৃদয়ের যত চঞ্চলতা, সুপ্ত আবাস
খুব গোপনে গেছে হারিয়ে
বেঁচে থাকা সবটুকু হয়েছে উজাড়
ইতিহাসের পাতা মরে না বলে।
শোন তুমি,
ইচ্ছেগুলো তোমার, কুসংস্কারে রেখে দিও
যুগ তোমাকে পৌঁছে দিবে আমার নিকট
হাজার বছরের অপেক্ষায়,ফেলে আসা তোমার....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



