ছবি তোলা আর সেটি প্রকাশ করা এই দুটোই ছিল এক সময় আমার পছন্দের বিষয়। কিন্তু সময়ের পরিক্রমায় আজ শুধু ছবি তোলা হয় কিন্তু প্রকাশ করা যায় না কারণ সেগুলি সব পারিবারিক ছবি। আর অনুমতি ব্যতিরেকে কোন ছবি কখনো আমি প্রকাশ করিনি আর করার ইচ্ছেও নেই। এই ব্লগ এ প্রান্তবন্ত সব ছবি দিয়ে পোস্ট ছিল প্রচুর। কিন্তু জানিনা বেশিরভাগ ব্লগার তাদের পোস্ট ড্রাফট করেছেন, অনেকে আর ফিরেও আসবেন না। যাহোক মডারেটর এর এই উদ্যেগ কে সাধুবাদ জানাই, আর সেইসাথে আমার কিছু ছবিও share করছি। ভালো কি মন্দ তা জানিনা কিন্তু এই ছবি গুলো তুলেছি আমার মনের খোরাকের জন্যে।
রেইনবো ব্রিজ, বাফেলো, নিউ ইয়র্ক

বাংলাদেশের পতাকা দেখলেই মন ভরে যায়, পেননসেলভানিয়া

বিয়ার মাউন্টেইন, নিউ ইয়র্ক

বুস্কিল ফলস, পেননসেলভানিয়া

হরিণরা পারিবারিক সময় কাটাতে এসেছে লোকালয় এ!! নিউ জার্সি।

এফ ১১৭-এ নাইটহক, এয়ার স্পেস মিউজিয়াম, ওহিও।

নায়াগ্রা ফলস, নিউ ইয়র্ক।

পাহাড় এর মাঝে দিয়ে চলে যাওয়া মহাসড়ক, নিউ জার্সি।

শিকাগো শহরে ল্যান্ডমার্ক হচ্ছে, এই বীন।

অনেক উচুঁ থেকে তোলা ছবি, একটা movable ব্রিজ এ উঠার সুযোগ পেয়েছিলাম সেই সময় এ তোলা।

ডিজনি ওয়ার্ল্ড এ, ফ্লোরিডা

শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ, আবুধাবী


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


