সিলেট থেকে রওয়া দেই সকাল 10টায় আর বাসায় আমি রাএ 12:2টায় ।
এসে দেখি বাসায় দাদি , ভাইয়া ও সারা আপু। আমি দেখে তো খশিতে......
আপু লন্ডর থেকে আমার জন্য একটা নোকিয়া-n92 মোবাইল এনেছে.... দেখতে দারুণ (উপরের মোবাইলটা) ।
আর ভাইয়া এনেছে একটা লেবটপ.... কাল রঙের।
ও দাদি এনেছে কয়েকটি টি-শর্াট, কোট-পেন্ট ও একটি ঘড়ি..।
আর সাথে তো সিলেটের চা তো আছেই...। Yammy...
এতো কিছু, পেয়ে কি আর মন খারাপ থাকতে পারে...?
পরের শুক্রবার আমি লন্ডনে চলে যাচ্ছি, আর সারা আপু ও ভাইয়া 02.02.07 (শুক্রবার) চলে যাচ্ছে...
তখন সবাইকে অনেক মিস করবো.....
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০০৭ রাত ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




