তাই আজই বেগ, সব পেকিং করছি......
যেতে ইচ্ছে করছে না কিন্তু যেতে হবেই....।
আমি চলে গেলে সবাইকে অনেক মিস করবো....।
কারণ আমার লন্ডের বাসায় নেট আছে কিন্তু আমি বেশীভাগ সময় বাসায় থাকি না......
আমি সবচেয়ে মিস করবো মেমন,শেহজাদী আপু, অ্যালন ভাইয়া, খুশবু,মীরা, এই আমি, শাওন, সাকিব, ফ্রুলিংকা্র ভাই, হাওয়া ভাই(ঝড়), শাহানা আপু, চুর ভাই, হাফসা,সাদিয়া আপু ও ব্লগের সবাইকে....... আর আম্মু, আব্বু, ভাইয়া , বোন তো আছেই.....।
মেমন তোমাকে আবার ধন্যবাদ...আমাকে এই ব্লহের পরিচয় দেয়ার জন্য, কারণ আমি এখন আগের চেও অনেক ভাল বাংলা লেখতে পারি ও পড়তেও পারি...।
আশা করি সবাই সবসময় ভাল থাকবেন .....আর আমার জন্য দোয়া করবেন.....।
আল্লাহ হাফেস।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




