আজ তার প্রথম মৃতু্যবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহীতে এক স্মরণসভার আয়োজন করে সমকাল সুহৃদ সমাবেশ। বিকেলে এই স্মরণসভায় প্রধান আলোচক ছিলেন ভাষা সৈনিক আবুল হোসেন। সভায় আরো বক্তব্য রাখেন সমকালের স্টাফ রিপোর্টার কাজী শাহেদ (যিনি কেএস মান্না নামে এই ব্লগে লেখেন ) ,সুহৃদ সমাবেশের আহবায়ক আহসান কবির লিটন, জয় বাংলা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, রাজশাহী থিয়েটারের মারিয়া সরকার তুলি, মুক্তিযোদ্ধা পাঠাগারের সাংস্কৃতিক সম্পাদক নিযামুল হুদা, রাজশাহী আবৃত্তি পরিষদের বিলটু, সমকালের ফটো সাংবাদিক জাবীদ অপু, আমার দেশের রাবি প্রতিনিধি আনিসুজ্জামান উজ্জল, ভোরের কাগজের সালাহউদ্দিন মুহম্মদ, সমকালের মেহেরুল হাসান সুজন প্রমুখ। সবার বক্তব্যেই একটি সুরই বেজে উঠেছে -আর কতবার সাংবাদিক হত্যার জন্য স্মরণ সভার আয়োজন করতে হবে?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



