বর্তমান মানুষের আয়ুকাল খুব বেশী না। এ সত্য কথাটি জানার পরেও ছুটে
চলা গন্তব্যহীন চাহিদার পেছনে। ছুটতে ছুটতে একসময় কাতর পথিকের অব্যক্ত
বিলাপ "ভূল সবি ভূল" আর লাভের মাঝে এ লাভ হইল গলাতে কলঙ্কের ঢোল ।
আমার কথা হল , চির সত্য কথাটি জানার পরেও আমরা কেন কলঙ্কের বোঝা বহন করতে যাই।তবে কি ইহা বিধীর বিধান না কি
অন্য কিছু?
আছেন কেহ ? বলবেন অন্য রকম কিছু?
ধন্যবাদ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



