দুটি চোঁখে ঘুম আসেনা
একাকী আমি বসে ভাবনার অবকাশে
মেঘের আকাশে উড়ে যায় রুপালী দিন।
নদী থাকে মৃত্তিকার গর্ভ ছূয়ে
বালুতী ছূয়ে থাকে সমুদ্রকে
আমি তেমনি লুকোতে চাই অনন্ত সময়
সে পরম নির্ভরতার তোমার ভালোবাসার উচ্ছতায়।
বন্চিত করনা আশায় পূর্ন কর শূর্ন্য হ্দয়
তোমার ভালোবাসায়।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



