মনে রাখেনি কেউ গ্রীনিজ কে । হ্যাঁ ওয়েষ্টইন্ডিজের সেই বিখ্যাত ব্যাটসম্যান - গর্ডন গ্রীনিজের কথাই বলছি।আমি একজন তাঁরফ্যান। যার খেলা দেখার জন্য টিভির সামনে হাঁ করে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম। ওয়েষ্টইন্ডিজের প্রাক্তন নির্ভর যোগ্য অন্যতম ব্যাটসম্যান। যার হাত ধরে বাংলাদেশ আজ বিশ্বকাপ ক্রিকেট লড়াই এ সামিল।
যার অক্লান্ত পরিশ্রমে,নিখুঁত শৈল্পিক-শিক্ষনে আজ বাংলাদেশ ক্রিকেট বিশ্বে বিশেষ মর্যাদা লাভ করেছে, বাংলাদেশে ক্রিকেটীয় আবহাওয়ার সৃষ্টি হয়েছে। বলা যায় যার অবদানের জন্য বাংলাদেশ আজ বিশ্বক্রিকেটে পরিচয় প্রকাশ পেল।
তার জন্য কোনদিন এই সামহোয়্যার ইন ব্লগে দেখলামা না কাউকে ব্লগ
কাঁপাতে। যত সব ফালতু নোংরা রগরগে কাহিনী ও ধর্মে সুরসুরি মার্কা কাহিনীতে ব্লগ কাঁপিয়ে বেড়াতে দেখেছি-দেখছি। দেখেছি আপন আপন বিদ্যা ফলাতে-কে কিসে দক্ষ তার
প্রমান দিতে। কিন্তু ন্যুনতম সৌজন্যবোধ বা কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের দিনে -বিশেষতঃ ক্রিকেট বিশ্বযুদ্ধের দিনে তাঁর নিয়ে কিছু লেখা দেখলামা না। খুবই আশ্চর্য হলাম । মানুষ বড়োই বেইমান।
আবার দুঃখও লাগলো খুব । গ্রীনিজের এই অবদান বাংলাদেশীদের ও বাংলাদেশ ক্রিকেটপ্রেমীদের কখনই ভোলা উচিত নয় ।
- অথচ বেশ ভুলে আছে বাংলাদেশবাসী - প্লীজ একটু মনে করুন তাঁকে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:২৫ শামস্ বিশ্বাস বলেছেন: পরামর্শ দিনClick This Link
২৫ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৩৮ রাম ছাগু বলেছেন: হুম
২৫ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৫৬ ব্লগ মাফিয়া বলেছেন: আমরা এমনই মানুষকে সম্মান দিতে জানিনা। রাজনৈতিক হানাহানিতে ব্যাস্ত কার বাপ কার স্বামীর চে বড় না ছোট সেটা নিয়ে পারি খুব বাহাদুরী দেখাতে। টাি মানুষও আমাদের সম্মান দেয়না।#
আমাদের উচিত গর্ডন গ্রিনিজকে সম্মান দেখানো।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:১০ সুমন ঘোষ বলেছেন: সত্যি ই । উচিত কথাই লিখেছেন।
এখানে সব চায়ের পেয়ালায় তুফান তুলে দিতে ওস্তাদ দের আনাগোনাই বেশি। গ্রিনিজের নাম শুনেছে কিনা ই সন্দেহ - অথচ এখানে দেখেছি সব ক্রিকেট টীম বানাতে। কাকে নিলে ভালো হত-কাকে না নিলে ভালো হত - কে কবে কত কি করেছে, বিপক্ষের কাকে কা একবার পিটিয়ে ফেলেছে এই আর কি। আর লিখবেই বা কি - সব ই তো ধার করা পোষ্ট । কপি পেষ্ট । ধার করা পোষ্ট লিখে অন্যের কাছে বিদ্যান দেখায়। মুলে মাগ নেই ফুলশয্যার ধুম দেখায়।
গ্রীনিজের এই অবদান বাংলাদেশীদের ও বাংলাদেশ ক্রিকেটপ্রেমীদের কখনই ভোলা উচিত নয় ।
- অথচ বেশ ভুলে আছে বাংলাদেশবাসী - প্লীজ একটু মনে করুন তাঁকে।
আর সোজা কথা হল - মীরজাফর তো আর ইংল্যান্ড থেকে আসেনি এই বাংলাদেশজ। তারই উত্তরসুরি তো থাকতেই হবে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:১৩ বিষন্ন পথিক বলেছেন: সহমত @ সুমন ঘোষ
২৫ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৪২ সরলতা বলেছেন: গ্রীনিজ সবসময়-ই আমার অতি প্রিয় একজন হয়ে থাকবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




