প্রতারক সনে গিয়েছিনু বনে খুলেছিনু জাংগিয়া
এক বাঘ দেখে ফেলে জংগল ভাইংগা
লজ্জায় মরো মরো কে কোথায় ধরো ধরো
ভাগ্যিস ছিলো সাথে হিযাবটা
চোখেতে পলক নাই হারিয়ে ফেলেছি খেই
তবুও ঢেকে ফেলি মস্তক
উজবুক দেখে হাসে মৌমাছি আসেপাশে
নিচতলা পুরোটাই ন্যাংটো
বাঁদরের কিচকিচে সম্বিত ফিরে আসে
একবার পড়েছিনু পুস্তক
এভাবে করতে নেই মনে পড়ে চমকাই
টন টন ঘুরে যায় মাথাটা
তুমি দাও খিচে দৌড় আমাকেই ফেলিয়া
ভীষন গোস্বা হই কী লাভ আর বাচিয়া?
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




