বালাকোট থেকে শামেলির পথে
আপোষ করিনি আমাদের বিশ্বাস
বিন কাসিমের যুগ থেকে দেখো
আমরা করিনি জাত-পাত ঘৃণা চাষ।
বিলেতের সাদা হানাদার এসে
বণিকের বেশে স্বাধীনতা গিলে খায়
দখল মানিনি লড়াই করেছি
হৃদয়ে রেখেছি আজাদীর অভিপ্রায়।
ফকির মজনু শাহ তিতুমীর
হাজী শরীয়ত লিখে গেছে ইতিহাস...
আমরা হারিনি হারানো হয়েছে
মীর জাফরের মতো গাদ্দার দিয়ে
আমাদের ইতিহাসে চেয়ে দেখো
থেমেছি শুধুই শাহাদাত সুধা পিয়ে।
তিন শতো ষাট আউলিয়া এসে
গড়েছে এখানে মানুষের সমাবেশ
বর্ণভেদের সেই ভুল প্রথা ভেঙে
মিটিয়ে দিয়েছি সব হিংসা ও দ্বেষ।
মানুষের থেকে ঘৃণাবোধ ফেলে
সবাই সমান করেছি নীতির চাষ...
আমাদের মাটি প্রতিদিন খাঁটি
ফসলের মাঠে কোমল কৃষক আমি
অকারণে কেউ বাড়াবাড়ি করে যদি
দেশের জন্যে লড়াইয়ের মাঠে নামি।
সাতান্ন থেকে সাতচল্লিশ হয়ে
একাত্তরের বিজয়ে লিখেছি নাম
চব্বিশে এসে আবার করেছি
শতো হায়েনার বিরুদ্ধে সংগ্রাম।
শতো প্রতিকূল পরিবেশে আমি
ভাটি বাংলায় করে যাই বসবাস।
আমাদের নেতা আমাদের গিলে
এরপরে তারে তাড়িয়ে আবার ফিরি
নিজের খাবার নিজেরাই খাই
মানবো না কারো অযাচিত দাদাগিরি।
প্রতিবেশী হলে প্রতিবেশী হবো
জুলুম করলে করে যাবো প্রতিরোধ
আমাদের বুকে তাই জ্বালিয়ো না
আজীবন কোন আগুনের প্রতিশোধ।
জীবনের পথে বিপদেরা এলে
আমাদের হয় সাহসের উদ্ভাস...
পিলখানা থেকে শাপলাও আছে
ক্ষত হয়ে বুকে বুকে আগুনের মতো
আয়না-ঘরের জালিমেরা দেখি
এখনো বুঝেনি পাপ তবে ছিল কতো!
অনুতাপ নাই; পাপে ভরা প্রাণে
মানুষের লহু- দেখে হাসে তারা আজ
শাপলায় রাতে ছিলো যারা খুনি
এখনো থামেনি! তাদের খুনের কাজ।
আমরা এখনো জেগে আছি সব
করতে দেবো না দেশের সর্বনাশ।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০২৫ রাত ৯:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


