তোমার শহরে হারিয়ে যাওয়া বড্ড সহজ।
হাজারো কানা গলি আর চিপা রাস্তার ফাকে ফাকে
অজস্র মুখের ভিড়ে নিজেকে নিজেই খুজে পাওয়া
যেখানে কঠিনতরো কাজের সামিল, সেখানে
হারিয়ে যাবার মতো তুচ্ছ একটা ঘটনা ঘটানো
কেবলি ছেলের হাতের মোয়ার মতন।
একদিন জেনো এই মোয়ার মতন কাজটাই
ঠিকঠাক করে ফেলবো নিজেকে চমকে দেবার জন্য।
নজরুলের মতন করে হয়তো বলা হবে না,
বুঝবে সেদিন বুজবে, যেদিন আমি হারিয়ে যাবো অস্তপারে
সেদিন আমায় খুজবে। কিংবা রবীর মতন সুর তুলবো না,
কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা।
যেখানে হারিয়ে যাওয়া টা বড্ড সহজ, সেইখানে
এইসব আদিখ্যেতা না দেখানোই ভালো।
অকারন লোক হাসানোর মতন কিছু হবে।
তার থেকে এই ঢের ভালো চুপ করে পালিয়ে যাওয়া।
নিরবে নিভৃতিতে নিশ্চুপ নিরালায়।
একাকি, একান্ত নিজের মত করে চক্ষু সিমার আড়াল হওয়া।
এই ভালো, দশজন কে জানিয়ে বুঝিয়ে, হৈ হল্লা হড্ডগোলের
মঞ্চ সাজিয়ে, বিদায় সম্ভাসনের বানী শুনে এবং শুনিয়ে
আয়োজন করে হারিয়ে যাবার ঢং সং রংগো করে আর যাই হোক
হারানো যায় না। কেউ হারাতে পারে না।
হারাতে হয় নীরিবে। ডাইনোসরের মতো সকল অস্তিত্ব মুহুর্তে
অস্তিত্বহীন করে, চোখের পলকে আলোর গতিতে নিশ্চিহ্ন হয়ে যাওয়া।
তবেই না হারাবার সুখ।
হারাই তবে?! তোমাকে নয় নিজেকে তোমার কাছ থেকে।