নিঃশব্দ গোধূলিতে,
তোমার হাত ধরে হাঁটতে ইচ্ছে করে,
যেখানে শব্দেরা মৃত, কেবল নিঃশ্বাসে বেঁচে থাকে ভালোবাসা ,
তোমার চুলে জড়িয়ে থাকা বিকেলের আলোয়
একদিন হারাতে চাই।
সিমানায় ঠায় দাঁড়িয়ে থাকা আকাশে
ভাঙা নক্ষত্রের গায়ে তোমার নাম লেখা থাকে,
জ্যোতিষীর আঁচড় থেকে মুছে গেছে সব ভবিষ্যদ্বাণী
তবু, তোমার আঙুলে লেগে থাকে এক প্রাচীন মহাবিশ্বের আশ্বাস।
জানি,
আলো মরে যায় একদিন,
মেঘেরা পরাজয়ের মিছিল শামিল,
পৃথিবীর বুক চিরে উঠে আসে বিস্মৃত দৃষ্টির ছায়া,
তবুও ভালোবাসা আঁধারে উজ্জ্বল দাবানল হয়ে জ্বলে ওঠে।
আর সেই দাবানলে,
তোমার নিঃশব্দ হাসি ভাসে
যেন মহাকালের শূন্যতায় এক ফোটা আলো,
যেটি ছুঁয়ে গেছে সময়ের বিক্ষত হৃদয়।
তাই বলি,
আলোকবর্ষ নয়
তোমার একবার ফিরে তাকানোই যথেষ্ট,
আমার অস্তিত্বের সব নক্ষত্র জ্বেলে দিতে।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:২৫