
এই পৃথিবী আমার জন্য নয়,
তাই আমি গিয়েছি ধানের ক্ষেতে,
মাঠের ধারে কাশফুলের ছায়ায়
শুয়ে থেকেছি আকাশ পানে চেয়ে।
নদীর ঢেউ আমাকে ডাকে
কূল ভাংগা ভাটির সুরে,
শিশির ভেজা ঘাসের গন্ধ
মন ভরে শুঁকে নেই টাটকা ভোর।
মানুষের শহরে আমার ঠাঁই নাই
সেখানে দালানের দেয়ালে দেয়ালে
বন্দি থাকে আকাশের নীল,
হাওয়া ধুলোয় ভরা, মনে থাকে কালো।
আমার ঠিকানা কাকডাকা ভোরের মাঠে,
নদীর জলে ভাসা চাঁদের ছায়ায়,
সন্ধ্যার জোনাকির আলোয়
যেখানে কেউ বলে না,
এই পৃথিবী তোমার নয়।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০২৫ রাত ১১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


