অপেক্ষার প্রহর গুনতে গুনতে একদিন ধুলা হবো
তারপরও কি তোমার মহাজাগতিক সময়ের সন্ধান পাবো?
তবে কি নক্ষত্রের রক্তে ভিজে জন্ম নেবো আবার?
না কি মহাকাশের নিরবতাই হয়ে উঠবে আমার গান?
তুমি হয়তো আলো ছড়াও
দূর কোনো গ্রহের বুকে বসে,
আমি খুঁজে ফিরি তোমার ছায়া
কালো গহ্বরের অনন্ত ঘূর্ণিতে।
সময়ের কাঁটায় কাঁটায় যদি কেটে যায় যুগের পর যুগ,
তবুও আমি বিশ্বাস রাখি
একদিন ধুলোর ভেতর থেকে জন্ম নেবে
তোমার উজ্জ্বল সত্বা,
যেখানে আমার সমস্ত শূন্যতা
মুছে দেবে তোমার মহাজাগতিক স্পর্শে।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


