এখন ত সবাই মুভি ডাউনলোড করে দেখে। আমিও টুকটাক দেখি। তবে অন্যরা যেভাবে বিভিন্ন ইংলিশ সিরিয়াল গিলে, ওটা আমি পারি না। কিছু কারণ আছে। একটা হচ্ছে, সহজে ব্লুরে পাই না।
দু'দিনের যোগী, ভাতকে বলে অন্ন!
আসলে সেটা না। ব্যাপারটা হচ্ছে মুভি ব্লুরে তে দেখতে দেখতে এখন আর ডিভিডি হজম হয় না। তাই দেখি না।
এইভাবেই দিন কাটছিল।
গতকালকে ফেবুতে ঘটনাচক্রে এক গ্রুপের সন্ধান পেলাম। নাম amazon.co.bd – একটু ঘেঁটেঘুটে দেখলাম, ভালই লাগল। যদিও দাম কিছুটা বেশি নিচ্ছে, কিন্তু এখন আমি amazon/ebay থেকে সরাসরি জিনিস কিনতে পারব – এই আনন্দে ঐ অতিরিক্ত টাকাটা দিতে আমার তেমন আপত্তি নেই!
এখন একটা সমস্যায় পড়েছি।
আজকে সামুতে এই গ্রুপটার ব্যাপারে একটু খোঁজ নিচ্ছিলাম। দুইটা লেখার লিঙ্ক পাই –
একটা – এটা
আরেকটা – এটা
প্রথম লেখাতে একটা খটকার মত জিনিস চোখে পড়ল। ঐ পোস্টের লেখকের কোন পরিচিত মানুষ নাকি এর মাধ্যমে জিনিস আনিয়েছিলেন। হাতে জিনিস পৌঁছালেও ওটার নাকি অবস্থা খারাপ ছিল।
এখন এই ব্যাপারটি কেউ নিশ্চিত করে বলতে পারেন – ঐ ফেসবুক গ্রুপটির মাধ্যমে জিনিস আনালে তার পরিণতি কেমন হতে পারে? সোজা কথায় আমি ফিডব্যাক চাচ্ছি।
অগ্রিম ধন্যবাদ সবাইকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


