
ব্লগ আমার সময়কাল ৩ বছর ৩ সপ্তাহ, সেই হিসাবে একপ্রকার নূতন এবং অনেকের মুখ চিনিনা ,
ঢুকতে একটু দেরী হলো সময় ৪.৩০ মি: ততক্ষনে পরিচিতি পালা শুরু হয়েছে ।
প্রথমে ঢুকে জাদিদ ভাইর সাথে হ্যান্ড শেক হলো, বুঝলাম গতানুগতিক হলো নিক নেম জানেন না ।
একটু পর পরিচয় দিলাম, তখন লেখা নিয়ে আলোচনা হলো, আমার লেখা কেন ছাপতে পারেন নি
স্বাভাবিক ভাবে মনটা বিষন্ন হলো ।
পরিচয় পর্বে কেউ কেউ এত দীর্ঘ করল যে অনেকে ই বক্তব্য দিতে পারে নাই, এছাড়াও কিছু ব্লগার রুমের বাহিরে আড্ডা দিচ্ছিল
যা যথেষ্ঠ বেমানান লাগছিল । আমি যাব ডায়াসে এমন সময় ছি ল না , নীল সাধু ভাই বেশীর ভাগ সময়ে ঘোষনা দিচ্ছিল আর
আটকে গেলে জাদিদ ভাই জাদিদ ভাই করে খোঁজ করছিল ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাধীন মত প্রকাশ এবং দায়বদ্ধতা।
আলোচনা পর্ব ভাল হয়েছে, ব্লগারদের সচেতনার জন্য এই আলোচনার প্রয়োজন আছে

একটা নাচের পর্বও ছিল :

এরপর, বাঁশী এবং কবিতা পাঠ, ভাল লাগছিল, তখন ৮.১৫ মি , খাবার দেয়া শুরু হয়েছে, গরম গরম খাবার নেবার জন্য
সবাই লাইনে, তাই আসর শেষ হবার আগেই উঠে পড়ল সবাই, কবিতা হচ্ছিল তা আর শেষ করতে দিল না । এখানে বলে
রাখি আপনারা যারা আসেননি , দারুন মজার রান্না মিস করেছেন । খুবই ভালো হয়েছে সুস্বাধু সাথে স্প্রাইট,পানি, গরম ভাঁপা
পিঠা, চিতৈয় পিঠা , চা ।
( নোট : ছবি আরও আসবে , নেট সমস্যায় আছি )

১।

২।

৩।

৪।

৫।

৬।

৭।

৮।

৯।

১০্।

১১।

১২।

১৩।

১৪।

১৫।

১৬

১৭।

১৮।

১৯

২০।

২১।

২২।

২৩।

২৪।

২৫।

২৬।

২৭।

২৮।

২৯।

৩০।

৩১।

৩২।
....................... সকলের একসঙ্গের ছবি, গ্রুপে আমি ও আছি তাই আমার ক্যামেরায় তোলা নয় .........................

.........................................................................................................................................................................
প্রকাশিত বই এর সূচী :---


সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




