Co-ordinates : 25°53′15″N 89°25′59″E
আমরা এতদিন জানতাম, গুজব শুনতাম সেন্টমার্টিন দ্বীপ আমেরিকা নিয়ে যাচ্ছে,
আরও জানতাম আরাকানসহ , ভারত , বাংলাদেশ ও চীন ঘেঁষে একটি রাষ্ট্র গঠনে বিদেশীদের
একটি গোপন ইচ্ছে আছে, যা নাকি ইসরায়েলের মতো এই অন্চল শাসন করবে ।
আর্ন্তজাতিক চোখে এই বঙ্গীয় ব-দ্বীপ দিনে দিনে কেন এত গুরুত্ব পূর্ণ হয়ে উঠছে তা অত্যন্ত
আতন্কর বিষয় হয়ে দাড়াঁচ্ছে । বর্তমানে অন্য একটি বিষয় আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে
তা হলো ঢাকা থেকে ৩৪০ কি.মি দূরে লালমনিরহাট এয়ারফিল্ডের নূতন করে সাজ সজ্বা ।
১৯৩১ সালে নির্মিত এই মিলিটারি এয়ারফিল্ড এক সময় দ্বিতীয় বিশ্ব যুদ্ধের (১৯৩৯ -১৯৪৫ ) অত্যন্ত কৌশলগত এশিয়ার
গুরুত্বপূর্ণ রানওয়ে ছিল ।
বর্তমানে এই এয়ারফিল্ডে আবার নুতন করে কার্যক্রম শুরু হয়েছে যা চীন দ্বারা নির্মান কাজ চলছে ।
এখানেই ভারতের চরম আপত্তি ...
ঐ এয়ারফিল্ড থেকে ভারতের শিলিগুড়ি মাত্র ১২ কি.মি এবং সে খানে যদি কোন অঘটন ঘটে তাহলে
এবং যুদ্ব লাগে তাহলে বাংলাদেশ বা আর্ন্তজাতিক বাহিনী কয়েক মিনিটে করিডোরটি দখলে নিয়ে নেবে
ফলে 7-Sister খ্যাত ৭টি রাজ্যর দখল ভারত হারাবে । এই কাজে আমেরিকা সহ ইউরোপের অনেক দেশ অতি=
উৎসাহে সাহায্য করছে ।
4 কি.মি লম্বা রানওয়ে সহ এর বিশাল এই এয়ারফিল্ডে অনেক সুযোগ সুবিধা বিদ্যমান করা হবে ।
একই সাথে ৫০-৬০টি যুদ্ব বিমান যেমন উড়তে পারবে , তেমনি যাত্রী সেবার বিমানও উঠা নামা করবে ।
আবার যুদ্ব বিমান তৈরীর সুযােগ সুবিধা থাকবে ।ফলে প্রতিবেশী রাষ্ট্রর ঘুম হারাম হয়ে গেছে
প্রাথমিক ভাবে বলা হচ্ছে যে, এটি একটি আর্ন্তজাতিক বিমান উঠা নামার হাব হবে যা সকল দেশ ব্যবহার করবে,
ভৌগলিক অক্ষ- রেখায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণতা পাবে, যা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান রুটের মর্যাদা পেতে পারে ।
ছবি ও তথ্য: ইন্টারনেট
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৫২