রোমান্স দিয়ে শুরু
-আজকে কি খাইছো জান?
-ভাত দিয়া তরকারী।
-ভাতে লবন হৈছিলো?
-হ্যা আম্মুর রান্না অ-অনেক ভাল। তুমি আসলে দেখবে সে ক-অত্ব ভাল রান্না করে।
-আসতে তো চাই-ই। কিন্তু.....
-এবার ঈদে তুমি কি রং এর পাঞ্জাবী কিনছো?
-ডার্ক গ্রিন।
-কি ! তুমি আমার প্রিয় রং লাল রং এর পাঞ্জাবী কেন কিনলা না? যাও তোমার সাথে কথা নাই?
এই বলে ফোন কেটে দিল। এবার তো রাগ ভাঙ্গাতেই হৈবেক। কি করা যায় কি করা যায় ভাবতে থাকে আবুল। হঠাৎ আবুলে মাথায় জরিনাকে ইমপ্রেস করার বুদ্ধির উদয় হৈলো।
-হ্যালো(রাগত স্বরে)।
-জান পাখি আমার, তুমি ফোন কেটে দিলে কেন?
-তুমি আমার প্রিয় কালারের পাঞ্জাবী কিনো নাই .....
-আরে না পাগলী, আমি আসলে তোমার ফেবারিট কালারের পাঞ্জাবী কেনার আগে অন্য কালারের একটা কিনে ডেমো দিলাম আরকি।
(চলবে....)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




