দাদু বাড়ীতে কারেন্ট নাই ।ঘুটঘুটে অন্ধকার ।এর মাঝে টিপটিপ বৃষ্টি পড়ছে ।ভূতুরে পরিবেশ হয়ে গেছে ।পরিবেশটাকে আরো ভূতুরে করার জন্য আমরা সব কাজিনরা মিলে একটা বুদ্ধি আটলাম ।আমাদের গ্রামে একজন ফকির আছেন ।তিনি নাকি জ্বীন পোষেণ ।তার বাড়ীতে অপবিত্র অবস্থায় প্রবেশ করলে মাথার উপর মাটির ঢিল পড়ে ।চোখের সামনে নাকি বাঁশ ভেংগে পড়ে । আমরা সবাই মিলে এখন তার বাড়ীতে যাচ্ছি ।জ্বীন দেখতেপারি আর না পারি এডভেন্চারটা মারাত্নক হচ্ছে ।খুব মজা হচ্ছে ।আমার কাজিনরা সব আমার চারপাশে জড়সড় হয়ে হাটছে ।রাস্তায় নিজের হাতের তালু পর্যন্ত দেখা যাচ্ছে না এতটা অন্ধকার ।হালকা বৃষ্টিতে এই রকম গ্রাম্য ভৌতিক পরিবেশে খুব ভাল লাগছে ।
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
কিছুক্ষণ পর আমরা ফকিরের বাড়ী পৌছিলাম ।যাওয়ার সময় তেমন কিছু ঘটে নাই ।কিন্তু আসার সময় অনেক ঘটনা ঘটছে ।ধারণা করতেছি এই সবের জন্য জ্বীন দায়ী ।
১মঃ ফকিরের বাড়ীতে প্রবেশ করার সাথে সাথে কারেন্ট চলে আসে ।ফলে আমরা আর কিছু দেখতে পারার আশা ছেড়ে দিয়েছিলাম ।১৫ মিনিট অপেক্ষা করার পর যখন চলে আসি, ৪০ পা না হাটতেই কারেন্ট চলে আসে ।
২য়ঃ রাস্তায় কিছুদূর আসাস পর ১ মিনিটের মাঝে আমার দুই কাজিন ধপাস করে পিছলে পড়ে যায় ।যাই হোক, হাসতে হাসতে আমার অবস্থা খারাপ !
৩য়ঃ এর পর থেকে আমার কাজিনরা ধারণা করতে থাকে, এই কারেন্ট ও পিছলে পরার পিছনে জ্বীন বাবাজীর চক্রান্ত রয়েছে ।তাই এরপর যাই ঘটুক না কেন ওরা তাই জ্বীনের ঘটনাভেবে হুদাই ভয় পাইতে থাকে ।সাথে আমিও অবশ্য তাদের একটু ভয় পেতে সাহায করেছি ।
৪র্থঃ এইটাই সবচেয়ে আশ্চর্য ঘটনা !!! প্রায় ১৫ মিনিট হাটার পরআমরা যখন বাড়ীর কাছাকাছি, তখন আমরা দেখতে পেলাম, আমাদের সামনে দিয়া মার্বেল পাথরের সমান আগুনের গোলা রাস্তার অপর পাড়ে গেল ।এবার সবাই ভয় পেয়ে গেল (আমি বাদে ।কারণ আমি এসব আধা আধা বিশ্বাস করি) ।সবাই দোয়া দরুদ, কালেমা, আয়াতুল কূরসী পড়া শুরু করল ।আমিও একটু অবাক হলাম ।সব ছোটপিচ্চি তিনটা কান্নাকাটি শুরু করে দিল ।কিছুক্ষণ পর সেই অদ্ভুত জিনিসটা যখন আমাদের সামনে চলে আসল তখন
।
।
।
।
।
।
দেখি, ওইটা আমার ছোট চাচা ।সিগারেট খাইয়া আগুনের মোতাটা ছুড়ে ফালায় দেয়ার সময় উনি গাছের আড়ালে ছিলেন ।তাই আমরা বুঝতে পারি নাই ।
৫মঃ তারপর আমরা বাড়ী চলে আসলাম ।
এই হল, আমার এডভেন্চার ।কেমন লাগলআপনাদের ?আমার কিন্তু ভালই লাগসে।খুব এনজয় করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




