ধেয়ে আসছে প্রকৃতির প্রতিশোধের ভয়ংকর ড্রাগন! জলে-স্থলে-অন্তরীক্ষে কোথাও বাঁচার পথ নেই ! লিখছেনে মন্জুরুল হক। ১৯৭৫ এর কোন এক সময় আকাশবাণী কোলকাতা বেতার থেকে আসিমভের রচনা অনুবাদ করে এই নাটকটি প্রচারিত হয়েছিল। সেই ল্যাবের লোকগুলি দেখতে চাইছিল, বিশ্ব অতি মাত্রায় উষ্ণ হয়ে উঠলে, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হলে, লাগাতার আণবিক বোমা বিস্ফোরিত হলে, সারা পৃথিবী কার্বনে ছেয়ে গেলে তখনকার মানুষের কি দশা হবে, কি ভাবে তারা বাঁচবে? ২০২৬ সালে ল্যাবের সেই বিজ্ঞানীরা যে মানুষদের দেখেছিলেন সেই একই রকম মানুষ আমরা দেখি “টোটাল রিকল” মুভিতে। সম্পূর্ণ ব্যাপারটি কল্পনা হলেও সেই কল্পনা এতটাই বাস্তব যে আমরা ইতিমধ্যেই সেই নির্মম বাস্তবতা দেখতে পাচ্ছি।
নিজের একটা ব্লগ সাইট করুন ডমেইন হোস্টিং সহ সবই ফ্রী লিখেছেন নি:সঙ্গ। এবার আপনাকে যা করতে হবে তা হলো Co.cc সাইট এ গিয়ে প্রথমে আপনার পছন্দের ডমেইনটা খুজে নিতে হবে। পার্সোনাল ইউসের জন্য এরা আপনাকে ফ্রীতে সাব ডমেইন দিবে। কমার্সিয়াল ইউসের জন্য আপনাকে বৎসরে ৩$ করে দিতে হবে।সাইটটা ওপেন হইলেই দেখতে পাবেন সবার উপরে domain search এর অপশন আছে। http://www.--------.co.cc আপনার নাম যদি হয় কামাল তাইলে খালি যায়গায় kamal লিখে check বাটনে Click করুন। যদি ডমেইনটা ফ্রী থাকে অন্যকেউ নিয়ে না নেয় বা ওদের বিক্রি করার জন্য বাছাই করা ডমেইন না হয়ে থাকে তাহলে আপনি নিয়ে নিতে পারবেন। আর যদি অন্য কেউ নিয়ে থাকে তাহলে অন্য নামে check করে অন্যনামে নিতে পারবেন। অবস্যই যেটা ফ্রী সেটা নিবেন টাকা দিয়ে যেটা নিতে বলবে সেটা বাদ দিবেন। আমি আমার জন্য নিলাম এআরটিরাহী.সিও.সিসি http://www.co.cc তে sign up করে নিয়ে নিন আপনার ডমেইন http://www.আপনার ডমেইন.co.cc।
অবশেষে... আপনার মূল্যবান ব্লগের ব্যাকাপ রাখুন নিরাপদেই! লিখেছেন রোবোটিক্স অনেকদিন ধইরা ভুংভাং পোস্ট দিয়া আপনাদের জ্বালাইছি! ....অনেক অপেক্ষার পরে ..... অবশেষে আসিলো ব্যাপক প্রত্যাশিত, আলুচিত, ব্লগার সমাদৃত ও টেকিগণ কর্তৃক অনুমোদিত (আনঅথোরাইজড ) ব্লগ ব্যাকাপ - মাত্র এক ক্লিকেই নিন আপনার গুরুত্বপূর্ণ পোস্টের কমেন্ট সহ ব্যাকাপ! তো ঘুইরাই আসেন আমাগো মানে আম্-বলগারদের সাইটে - আর এখনই রেজি: কইরালান আপনার পছন্দের নামখানা!
backup.muktoid.comসাইট টা কেমুন হৈছে জানাইতে ভুলবেননা! আর লিংকুটা যাতে ভুলে না যান....বুকমার্ক করে রাখুন এখুনি! কেনু য়েই সাইট? নানাবিধ দুর্যোগে ব্লগ হইতে আপনার মূল্যবান পোস্টগুলোর বিলুপ্তি ঘটিয়া থাকে। এইসব দুর্যোগকে মূলত দুটি ভাগে ভাগ করা যায় - (১) প্রাকৃতিক ও (২) মানবসৃষ্ট যাই হোক কিভাবে আপনার পোস্ট ও তাহাতে অন্যদের মন্তব্যসমূহ অকালে মৃত্যুবরণ করে তাহা আলোচনা করিয়া বক্তব্য দীর্ঘায়িত করিতে চাইনা । আমাদের য়েই সাইটের আদি ও অকৃত্রিম উদ্দেশ্য হইলো, আপনার সবচাইতে প্রিয় পোস্টসমূহ (যেগুলো আপনি চান) নিরাপদে সংরক্ষণ করা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




