আমি ব্যক্তি তায়েফ আহমাদ কোন পর্যায়েই গনণাযোগ্য কোন মানুষ নই। তারপরেও নিজের আবেগ ও বিবেকবোধকে পুঁজি করে একটি মানব বন্ধনে সবাইকে আহবান জানিয়েছিলাম যদিও আমি আয়োজক ছিলাম না। তারপরেও, আমি সবার কাছেই কৃতজ্ঞ এই জন্য যে, একটি বিশাল সংখ্যার বাংলাদেশি তাতে সমর্থন দিয়েছেন। একাধিক ব্লগ কর্তৃপক্ষ তা স্টিকি করে সবাইকে এক মঞ্চে জড়িত হবার সুযোগ দিয়েছেন।
এর উপর ভিত্তি করে আমি চট্টগ্রামে বসেই বিভিন্ন দিকে যোগাযোগ করার চেষ্টা করেছি। চেনা-অচেনা অনেক মানুষের সাথেই কথা হয়েছে। অনেকে অনেককিছু করার এবং বলার চেষ্টা করেছেন, আমি আমার দিক থেকে যথসম্ভব অটল ছিলাম।
কিন্তু, বাঙালির একাই একশ হওয়ার প্রবনতা এবং একশ জন মিলে এক না হওয়ার প্রবনতাটুকু আবারো আমাদের পিছু ছাড়লো না।
যে ছেলেটি নিজ উদ্যোগে চট্টগ্রামে একটি মানব বন্ধনে আয়োজন করলো এবং ঢাকার মানববন্ধন সফল করার জন্য আপ্রান খাটলো তাকেই আমরা সবাই মিলে হেয় করছি?
যাই হোক, বেশি কিছু বলার নেই। আমি আমার দিক থেকে সবদিক সামলে দল-মত নির্বিশেষে শুধুমাত্র বাংলাদেশিদের একত্র হওয়ার আহবান জানিয়েছি। আমি মাঠ ছাড়ি নি। প্রতিবাদী মানববন্ধন হবেই ইনশাআল্লাহ্।
প্রয়োজনে সমাবেশ সবাই গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকব আর কোন কর্মসূচী হবে না। আমি যে কর্মসূচীর প্রস্তাব করেছিলাম তাও বাদ দিলাম।
আর এ সমাবেশও কোন দলের বাবার সম্পত্তি হবে না।
কারো আপত্তি থাকলে স্টিকি পোস্টও সরে যাক।
আমি আশাবাদী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




