কি জানি কি এক ভাবের খেলা, সদা কুটিল মনে পড়ে,
নিজের মনেই কি যেন কি ভেবে, আসে শুধু তেড়ে তেড়ে,
মুখ ফোঁড়ে ফোঁড়ে, ফোঁড়ে ফোঁড়ে মুখ, মুখ ফোঁড়ে ফোঁড়ে।
ডারউইনের কথা ভেবে ভেবে তার, মাথা নুয়ে নুয়ে আসে,
ও ব্যাটা যদি তত্ত্ব না দিত, পূর্বপুরুষের খোঁজ পেত কি সে!
উঠতে বসতে হাটতে দাড়াতে নমঃ নমঃ নমঃ তারে জপে
মহা পন্ডিত, মহা সাধু সে যে, কর্ম সদা তার মনে ভাসে।
(ইসলাম) ধর্ম কথা শুনলে শুধু তার, মনে আসে মহা জ্বালা,
মহা ত্রাসে ত্রাসিয়া বেড়ায় মুসলিম আছে কোথা কোথা!
অন্য ধর্মে এলার্জি নাহি তার, জানে ইসলামই শত্রু সেরা,
জীবন মরন জ্ঞান সাধন, সমর্পন সবি, আযাযীল কাছে ধরা।
ছাগলসম ভাব নিয়ে থাকে, ছাগু নিয়ে কাজ কারবার,
ছাগল না ছাগলী বোঝা বড় শক্ত, ছাগুরাম প্রিয় তার।
মহাকাব্য সে লিখিয়াছে বহু, প্রিয় প্রিয় ছাগুরাম সনে,
মহাছাগল এক বানিয়েছে নিজেকে, ছাগুরাম মনে মনে।
মুখ ফোঁড়ে ফোঁড়ে, ফোঁড়ে ফোঁড়ে মুখ, মুখ ফোঁড়ে ফোঁড়ে,
কি জানি কি এক ভাবের খেলা, সদা কুটিল মনে পড়ে,
নিজের মনেই কি যেন কি ভেবে, আসে শুধু তেড়ে তেড়ে,
মুখ ফোঁড়ে ফোঁড়ে, ফোঁড়ে ফোঁড়ে মুখ, মুখ ফোঁড়ে ফোঁড়ে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




