আমাদের নায়িকা চরম সুন্দরি
এস.এস.সি পরীক্ষা দিয়া ট্রেনে ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিলো বোন দুলাভাইয়ের কাছে বেড়াতে। ফার্স্ট ক্লাস টিকেটে ট্রেনে বসা একা মেয়ে তাও চরম সুন্দরী
হটাৎ আমাদের নায়ক এসে উপস্থিত। সেও ফার্স্ট ক্লাস টিকেটে ট্রেনে বসা, তাও আবার নায়িকার পাশে
কিন্তু মোবাইলে কথা চলতে থাকলো। রাজশাহিতে আরো দেখা হলো, ঘুরাঘুরি হলো। ছেলে বিয়ের প্রস্তাব দিলো, নায়িকা বললো, বাবা মার সাথে কথা বলো। নায়ক, মেয়ের বাড়িতে চলে গেলো........ আর্মি অফিসার পেয়ে মেয়ের বাবা মার খুশি আর ধরেনা। এক পায়ে রাজি।
কিন্তু ঐযে একটা সমস্যা আছে। যেখানে কবি সবসময়ই থাকে নিরব
সুতরাং কি আর করা, মেয়ের বাবা মা এত ভালো পাত্র ছাড়তে রাজি না, আবার ছেলের বাড়ির কারো সাথে যোগাযোগ ও করতে পারছেনা। কি মধুর বিপদ। হয়ে গেলো বিয়ে...............................................................................
তিনমাস হয়ে গেলো, শুধু আমাদের নায়ক আসে নায়িকার বাসায়, নায়কের পরিবারের কেউ আসেনা। এভাবেই চলতো হয়তো, কিন্তু
অবষেশে জানা গেলো, সব কিছুই ভুয়া
সাধেই কি আর কই, মাইয়া তো বেক্কলই, মাইয়ার মা বাপ হইলো বোকা**দা
গল্প(সত্য পটভুমিতে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




