শালার, দুনিয়ায় কতো কিছু যে দেখমু আল্লাহই জানেন........................................
আমার পরিচিত এক মেয়ে রাতে ফোন দিয়ে জানালো যে তাকে একটা মোবাইল থেকে ফোন দিয়ে বিরক্ত করছে.............. কি আর করা অনুরোধে ঢেকি গিলতেই হলো..............
দিলাম শালারে ফোন.................. ওমা ফোন দেবার সাথে সাথেই শালার সাইকো আমারে কিছু বলার সুজোগ না দিয়ে দিলো একখান চুম্মা
দু:খে বলদ হয়ে, দিলাম ফোন কাইটা............ ওমা নাটক যেন এর পর শুরু হইলো, রাত ১২.৩০ এর দিকে দিলো ফোন। আমারে কোনো কথাই কইতে দিলো না, শুরু করলো চুম্মা............ ফোনটা পাশে রাইখা দিয়া দিলাম ঘুম, হটাৎ ০১.২০ এ ঘুম ভাংলো, দেখি মোবাইলে কল আছে................ আর হালার কামসইকো চুম্মার পর চুম্মা দিয়াই যাইতাছে (হালার মোবইলের কি অবস্থা, আল্লাই জানে) আর মুখের কথা নাই কইলাম.............. আবার ঘুমাইয়া গেলাম, সকালে উঠে দেখি লাস্ট কল ২ ঘন্টা দেখাচ্ছে................
আপডেট খবর:
তাহাকে আর বলি নাই আমি কে?
প্রথম দিন ম্যসেজ পাঠালো, তুমি কে জান? মারিয়া, তানিয়া না শর্মি?
এখন তো ডাইরেক্ট ম্যসেজ পাঠায়, বউ তুমি কি করতেছ? খেয়েছ? ঘুমাচ্ছ?
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




