নতুন বছর আসছে। সবাই বলতেছে, আশা করি এইবার নতুন বছর ভালোই যাবে। আর আমি কই, কিসের ভালো যাবে, গত বছর লাস্ট মোমেণ্টে বিপদতো ঘরে তুলছি, এইবার ঠেলা সামলামু............ নতুন বছর কেমনে যাইব এই চিন্তায় আগেই চুল পাকা শুরু করছে
এখন একটা রিয়েল লাইফ কৌতুক বলি,
নতুন বছরের শুরুতেই,আমার এক পরিচিতো মেয়ে বিয়ের দাওয়াত দিতে ফোন দিলো। ফোন দিয়েই বললো, আমার জানুয়ারীর এমন ডেট এ বিয়ে, আগের বিয়ে তে তো দাওয়াত দিতে পারি নাই, এই বিয়েতে অবশ্যই আসতে হবে।
এমন ভাবে দাওয়াত পেয়ে বুঝতে পারলাম, এর আগেও তার একখান বিবাহ হইছিলো, বাট দাওয়াত পাইনাই...........
আরেকটা কৌতুক, এটাও দ্বিতীয় বিবাহ রিলেটেড, (যদিও আগে দিছি, তাও চামে দিয়া দিলাম, দ্বিতীয় বিবাহ মনে হয় ফ্যাশন হয়ে গেছে
অনেকদিন আগের কথা। আমার এক স্কুল ফ্রেন্ড (যার ইউনিভার্সিটিতে পরার সময় প্রথম বিয়ে হয় কিন্তু পাস করার সাথে সাথে ডিভোর্স হয়ে যায়)। তো তার ফ্যামিলি ডিভোর্সের পর প্রায় সাথে সাথেই দ্বিতীয় বিয়ের আয়োজন করে। আমরা বিয়ের দাওয়াতে গেলাম। তার মা আমাদের দেখে বললো, বাবারা তোমাদের সমস্যা কী? আমার ছেলে ইউনিভার্সিটি পাস করার সাথে সাথেই দুই বিয়া কইরা ফেলতেছে আর তোমরা এক বিয়া ও করতে পারলানা? আশ্চর্য

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




