somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অগ্রণী ব্যাংকে কর্মরত ২৩ লেখকের ২৫ বইয়ের মোড়ক উন্মোচন!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অগ্রণী ব্যাংকে কর্মরত ২৩ লেখকের ২৫ বইয়ের মোড়ক উন্মোচন গত ১৯ ফেব্রুয়ারি জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। একযোগে হওয়া মোড়ক উন্মোচন অনুষ্ঠানে রাষ্ট্রয়াত্ব খাতের ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব ড. জায়েদ বখত প্রধান অতিথি, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জনাব মোহম্মদ শামস্-উল ইসলাম ও বাংলাদেশ বেতারের মহাপরিচালক জনাব নারায়ণ চন্দ্র শীল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ব্যাংকটিতে কর্মরত শিল্পী-সাহিত্যিকদের ম্বেচ্ছা অংশগ্রহণমূলক সংগঠন অগ্রণী সাহিত্য-সাংস্কৃতিক সমাবেশ(অসাসাস) এর সভাপতি, ব্যাংকটির ভিজিলেন্স ডিভিশনে কর্মরত সিনিয়র অফিসার বাংলাদেশ বেতার ও বিটিভির তালিকা ভূক্ত লোকসঙ্গীত শিল্পী জনাব মোঃ মাফুজার রহমান এর সভাপতিত্বে অসাসাস আয়োজিত অনুষ্ঠানটিতে ২৩ লেখকের পাশাপাশি ব্যাংকটিতে কর্মরত অপরাপর শিল্পী-সাহিত্যিকসহ সারাদেশে ব্যাংকটির বিভিন্ন শাখা/কার্যালয় থেকে আগত বিভিন্ন স্তরের নিবার্হী-কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাংকটিতে প্রতিনিধিত্বকারী ক্রিয়াশীল সকল সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন।

আগত অতিথিবৃন্দের সংক্ষিপ্ত বক্তব্য ও আলোচনার পর ০৭ জন নারী কর্মকর্তা ও ১৬ জন পুরুষ কর্মকর্তা , মোট ২৩ লেখকের ২৫ টি বইয়ের মোড়ক একযোগে উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচিত হওয়া ২৫ টি বইয়ের মধ্যে বর্তমানে ব্যাংকটির বরিশাল সার্কেল সচিবালয়ে কর্মরত প্রথিতযশা কবি ও জীবনানন্দ গবেষক মহাব্যবস্থাপক জনাব আবুল বাসার সেরনিয়াবাদ এর ২১ তম বই ‘হৃদিনন্দিতা তুমি নেই’ পাওয়া যাচ্ছে বইমেলার কাব্যকথা ৮৫ নং ও পারিজাত প্রকাশনীর ২০৬-২০৭ নং স্টলে; প্রধান কার্যালয়ে কর্মরত একসময়ের জনপ্রিয় ব্লগার রাসয়াত রহমান জিকোর ৮ম বই ক্রিকেট ফিকশন ‘ওয়ান ডাউন’ পাওয়া যাচ্ছে আদী প্রকাশনীর ১০৯ নং স্টলে; কুমিল্লার হোমনা শাখায় কর্মরত মোঃ আহমেদ উল্লাহর ৮ম বই ‘দুঃস্বপ্নের দেয়াল’ পওয়া যাচ্ছে শুদ্ধ প্রকাশের ৩৯৮ নং স্টলে; ব্যাংকটির এসমএমই ডিভিশনে কর্মরত আশির দশকের কবি আফরোজা খন্দকার এর ৭ম বই ‘শত ভাবনার ফুল’ পাওয়া যাচ্ছে যুক্ত প্রকাশের ৫৯৯-৬০০ নং স্টলে; প্রধান কার্যালয়ে কর্মরত কবি সাকিব জামালের ৬ষ্ঠ বই ‘কবিতামাতৃক বাংলাদেশ’ পাওয়া যাচ্ছে আদিত্য অনীক প্রকাশনীর ৫৯৮ নং স্টলে এবং ৫ম বই অনুবাদগ্রন্থ ‘দা থিউরি অব এভরিথিং’ পাওয়া যাচ্ছে অন্বেষা প্রকাশের ১৮ নং প্যাভেলিয়নে; বাংলা একাডেমি শাখায় কর্মরত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৭’ বিজয়ী কবি হোসনে আরা জাহানের ৫ম বই ‘সোমেশ্বরী আখ্যান’ পাওয়া যাচ্ছে অন্যনার ০১ নং প্যাভেলিয়নে; পিআরএল ভোগরত কবি হোসনেয়ারা বেগম এর ৪র্থ বই ‘প্রমিত প্রণয়’ পাওয়া যাচ্ছে নোলক প্রকাশের ৬৪০ নম্বর স্টলে; দূর্গাপুর শাখা , নেত্রকোণার ব্যবস্থাপক লেখক অভিনেতা সংগঠক মোঃ সাজ্জাদ হোসেন খান এর ৫ম বই ‘আপোষী পিরান’ ও ৪র্থ বই ‘বাবার কেবলই রাত হয়ে যায়’ পাওয়া যাচ্ছে বেহুলা বাংলার ১২৩-১২৪ নং স্টলে; প্রধান কার্যালয়ে কর্মরত অসাসাস সাধারণ সম্পাদক কবি মফিজুল হকের ৪র্থ বই ‘নিঃসঙ্গ জংশনে মা’ পাওয়া যাচ্ছে বেহালা বাংলা প্রকাশের ১২৩-২৪ নম্বর এবং ৩য় বই ‘অসম ক্ষতের বিলাপ’ পাওয়া যাচ্ছে শুদ্ধ প্রকাশের ৩৯৮ নং স্টলে; বাড্ডা শাখার ব্যবস্থাপকের দায়িত্ব পালনকারী সহকারী মহাব্যবস্থাপক ব্যাংকটির নিবার্হীদের সংগঠন এক্সিকিউটিভ ফোরামের সাধারণ সম্পাদক জনাব এমএ মজিদ তালুকদারের ২য় বই ‘সোনা মিয়ার পিতলা হাসি’ পাওয়া যাচ্ছে বেহুলা বাংলার ১২৩-১২৪ নং স্টলে , প্রধান কার্যালয়ের এফআরডিতে কর্মরত জনাব মোঃ ইফতেখার আলম এর ২য় বই ‘মায়ের দেহের ঘ্রাণ পতাকায়’ পাওয়া যাচ্ছে বেহুলা বাংলা প্রকাশনীর ১২৩-১২৪ নং স্টলে , চট্টগ্রামের লালখান বাজার শাখায় কর্মরত গল্পকার মোহছেনা ঝর্ণার ২য় বই ‘ইলিনের বাবার চশমা’ পাওয়া যাচ্ছে ছোটদের বইয়ের ৬৮৪ নং স্টলে, ঢাকার যাত্রবাড়ি শাখায় কর্মরত মোঃ মিরাজুল আলম সরকারের ২য় বই ‘‘কতদিন বাবাকে দেখিনা’ পাওয়া যাচ্ছে বেহুলা বাংলার ১২৩-১২৪ নং স্টলে; ঢাকার শান্তিনগর শাখায় কর্মরত মোঃ খালেদুজ্জামান জনির ২য় বই ‘জীবন ও জননীর গল্প’ পাওয়া যাচ্ছে ইন্তামিন প্রকাশনীর ৩৬৫ নং স্টলে; ঢাকার শ্যামলী শাখার ব্যবস্থাপক সহকারী মহাব্যবস্থাপক এফএম আব্দুল কুদ্দুস এর ১ম প্রকাশ ‘জাগ্রত চিত্ত’ পাওয়া যাচ্ছে বেহুলা বাংলার ১২৩-১২৪ নং স্টলে; ব্রাহ্মণবাড়িয়ার টিএ রোড শাখায় কর্মরত মোঃ জিয়াউর রহমান এর ১ম প্রকাশ ‘জীবনটাই আজ রং ছাড়া’ পাওয়া যাচ্ছে বেহুলা বাংলা প্রকাশনীর ১২৩-১২৪ নং স্টলে; প্রধান কার্যালয়ে কর্মরত এক সময়ের থিয়েটার কর্মী মোঃ সিরাজুল ইসলাম এর ১ম বই ‘দূর হতে তোমারে দেখেছি’ পাওয়া যাচ্ছে সারস প্রকাশনীর ৩৮২ নং স্টলে; রাজশাহী বিশ্বদ্যিালয় শাখায় কর্মরত মারুফা জাহান এর ১ম বই ‘নৃ-চিহ্ন গাঁথা’ পাওয়া যাচ্ছে বেহুলা বাংলার ১২৩-১২৪ নং স্টলে; প্রধান কার্যালয়ের আইটিতে কর্মরত পার্থ প্রতীম দের ১ম প্রকাশ ‘জীবন চিত্রের ছন্দমালা’ পাওয়া যাচ্ছে বেহুলা বাংলা প্রকাশনীর ১২৩-১২৪ নং স্টলে; রাজশাহীর ইরি শাখায় কর্মরত যেরীন মুক্তির ১ম বই ‘যে হারায় অবলীলায়’ পাওয়া যাচ্ছে নদী প্রকাশনীর ৫৯৬ নং স্টলে; ঢাকার উত্তরা মডেল টাউন কর্পোরেট শাখায় কর্মরত সুমনা ইয়াসমীনের ‘অজান্তেই হেরে যায় প্রেম’ পাওয়া যাচ্ছে বেহুলা বাংলা প্রকাশনীর ১২৩-১২৪ নং স্টলে; প্রধান কার্যালয়ে কর্মরত জনাব মোঃ আব্দুর রাজ্জাক শেখ এর ‘ তোমার মনের আঙ্গিনায় ’ পাওয়া যাচ্ছে র‌্যামন পাবলিশার্স এর স্টলে ; প্রধান কার্যালয়ে কর্মরত মোঃ রোকনুজ্জামান ও ফাত্তাহ তানভীর রানার ১ম ও যৌথ প্রয়াস ‘হঠাৎ তোমার শহরে’ পাওয়া যাচ্ছে সারস প্রকাশনীর ৩৮২ নংস্টলে।

মোড়ক উন্মোচন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যাংকে কর্মরত এবং অগ্রণী সাহিত্য-সাংস্কৃতিক সমাবেশ(অসাসাস) এর নিজস্ব শিল্পী ক্লোজ আপ ওয়ানের ১ম আসরের ১৭ তম ফরহাদ মিল্টন, প্রখ্যাত গায়ক খান আরিফুর রহমান পলাশ এবং অসাসাস সভাপতি লোক সঙ্গীত শিল্পী মোঃ মাফুজার রহমান ছাড়াও মহাব্যবস্থাপক জনাব সুকান্তি বিকাশ সান্যাল ও বাংলাদেশ বেতারের মহাপরিচালক জনাব নারায়ণ চন্দ্র শীল সঙ্গীত পরিবেশন করেন। বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখায় কর্মরত জনাব আবু সালেহ , প্রধান কার্যালয়ে কর্মরত জনাব মোঃ রোকনুজ্জামান নীল, কুর্মিটোলা শাখায় কর্মরত আব্দুল বাতেন সুমন ও প্রমূখ কবিতা আবৃত্তি করেন এবং ব্যাংকটির প্রধান কার্যালয়ে কর্মরত জনাব বিদেশ অধিকারী জাদু পরিবেশন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেখক অভিনেতা গীতিকার ও অসাসাস এর সহ-সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন খান, বঙ্গবন্ধু এভিনিউ কর্পোরেট শাখায় কর্মরত প্রীতি পাপিয়া ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখায় কর্মরত কবি মারুফা জাহান । এছাড়াও বাদ্যযন্ত্র-তবলায় সঙ্গত করেছেন প্রধান কার্যালয়ে কর্মরত জনাব বিধান হাওলাদার। অসাসাস সাধারণ সম্পাদক কবি মোঃ মফিজুল হক এক বিবৃতিতে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পৃষ্ঠপোষকাতা ও উৎসাহ দেয়ায় ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পাশাপাশি উপস্থিত সকলের প্রতি সংগঠনের পক্ষ হতে কৃতজ্ঞতা জানিয়েছেন।

সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প

লিখেছেন ঢাকার লোক, ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:৩৫

মাত্র মাস দুই আগে আমার এক আত্মীয়ের সাথে দেখা আমার এক বোনের বাড়ি। তার স্ত্রী মারা গেছেন তার সপ্তাহ দুই আগে। মক্কায় উমরাহ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে... ...বাকিটুকু পড়ুন

অভিমান

লিখেছেন জিনাত নাজিয়া, ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:১২

" অভিমান "

তোমার ঠোঁটে বোল শিখেছি
তুমি আমার মা, কেমন করে
ভুলছ আমায় বলতে
পারিনা। এমন করে চলে
গেলে, ফিরে ও এলেনা। হয়তো
তোমার সুখেই কাটছে দিন,
আমায় ভাবছ না।

আমি এখন সাগর... ...বাকিটুকু পড়ুন

আমার কিছু ভুল!

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ২৪ শে এপ্রিল, ২০২৪ রাত ১:৪৮

১। ফ্লাস্কে চা থাকে। চা খেতে টেবিলে চলে গেলাম। কাপে দুধ-চিনি নিয়ে পাশে থাকা ফ্লাস্ক না নিয়ে জগ নিয়ে পানি ঢেলে দিলাম। ভাবছিলাম এখন কি করতে হবে? হুঁশ ফিরে এল।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের লোকসংস্কৃতিঃ ব্যাঙের বিয়েতে নামবে বৃষ্টি ...

লিখেছেন অপু তানভীর, ২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:০০



অনেক দিন আগে একটা গল্প পড়েছিলাম। গল্পটা ছিল অনেক এই রকম যে চারিদিকে প্রচন্ড গরম। বৃষ্টির নাম নিশানা নেই। ফসলের মাঠ পানি নেই খাল বিল শুকিয়ে যাচ্ছে। এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি ভাবনা ও একটা সত্য ঘটনা

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:১৭


আমার জীবনের একাংশ জুড়ে আছে; আমি চলচ্চিত্রাভিনেতা। বাংলাদেশেই প্রায় ৩০০-র মত ছবিতে অভিনয় করেছি। আমি খুব বেছে বেছে ভাল গল্পের ভাল ছবিতে কাজ করার চেষ্টা করতাম। বাংলাদেশের প্রায়... ...বাকিটুকু পড়ুন

×