রাত বাড়ছে ,
সাথে সাথে বাড়ছে বুকের ভীতর চিনচিন করে উঠা ব্যাথাটা ।
১ যুগ পেরিয়ে গেছে ,
তারপর ও এখন ও ২রা নভেম্বর এলেই প্রচন্ড রকম বেড়ে যায় ।
জানিনা এখনও সে আমার কথা ভাবে কিনা ।
সে কেমন আছে , আমাকে মনে রেখেছে কিনা তাও জানিনা ।
কিন্তু আমি তাকে ভুলতে পারিনি ।
হ্যাঁ , ১ সেকেন্ডের জন্য ও নয় ।
এখনও চাঁদনী পশর রাতে চোঁখ ছল ছল করে ওঠে ।
যখন অনেক বেশি মনে পড়ে ৮ , ৯ পেগ খেয়ে ঠান্ডা হয়ে যায় ।
তবে বুঝতেছিনা , আজ এক দশক পরে কেন এত বেশি মনে পড়ছে ?
হয়তো আজ ২রা নভেম্বর সে জন্য ।
আজকের দিনে তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে ।
ইচ্ছা করছে কলিজাটা ছিড়ে ফেলে দিই ।
এত কষ্ট কেন ? কেন ?
জ্ঞান ফেরার পর বুঝলাম , আত্মাটা বাইরে , শরীরটা নাকে তুলো গুজে পড়ে আছে মাটিতে ।
সেদিন ৮,৯ পেগ এ কাজ হয়নি , ডোজটা একটু বেশিই হয়ে গেছিল ।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




