সুন্দর চেহাড়া মানুষকে মুখোশ দেয় আর সুন্দর মন মানুষকে সুন্দর করে! কুৎসিত মনকে সুন্দর চেহারা দিয়ে স্বল্প সময় আড়াল করা যায় কিন্তু বেশিক্ষন লুকিয়ে রাখা যায় না।
এবারের রোজার ঈদটা প্রথমবারের মত কানাডায় পালন করি। দেশের মতন এখানেও ঈদগাহের ময়দানে ঈদের নামাজের আয়োজন হয়। সকালে উঠে সবাইকে সাথে নিয়ে ৩০ মিনিট ড্রাইভ করে ঈদগাহের ময়দানে চলে যাই। আমরা ঈদের আগেরদিনই কানাডার অন্টারিওতে আসি উদ্দেশ্য নায়াগ্রাফলস দেখা সাথে সাথে ঈদ পালন করা। ঈদগাহের ময়দানে এসে দেখি সেখানে আমাদের মতন আরো শ'খানেক মুসল্লী হাজির। আর নামাজ শুরুর আগে অন্টারিওর মেয়র সাহেব এসে সবাইকে শুভেচ্ছা বিনিময় করে যান। পরে হুজুর সাহেব আমাদের বলেন যে নামাজের জন্য যে মাইক এবং স্পিকার সেটা সেখানকার এক স্থানীয় খৃষ্টান লোক বিনিমূল্যে সব কিছুর ব্যবস্থা করে দেন। কতটা সৌহার্দপূর্ন অবস্থান। সকালের ঝকঝকে রোদ সুন্দর একটা দিনের আগাম বার্তা দিয়েছিল। নামাজ পরে হোটেলে ফিরে এসে জামা কাপড় পরিবর্তন করে বের হয়ে গেলাম ঈদের দিন কোথায় কোথায় ঘুরতে গেলাম সেটা আর না বলি ভিডিওতে দিয়ে দিলাম, যারা যারা ট্রাভেলিং ভ্লগ এর ফ্যান তারা তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো লাগলে জানাবেন।
সূরাঃ ৯৬ আলাক, ১ নং থেকে ৪ নং আয়াতের অনুবাদ- ১। পড় তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন ২। সৃষ্টি করেছেন মানুষকে ‘আলাক’ হতে ৩। পড় তোমার রব মহামহিমাম্বিত ৪। যিনি... ...বাকিটুকু পড়ুন
দক্ষিণ এশিয়ার ইতিহাসে কিছু মানুষ আছেন, যাঁদের ভূমিকা একদিকে যুগান্তকারী, অন্যদিকে গভীরভাবে বিতর্কিত। যোগেন্দ্রনাথ মন্ডল সেই বিরল ব্যক্তিত্বদের একজন। পাকিস্তান রাষ্ট্রের জন্মপ্রক্রিয়ায় তিনি ছিলেন একেবারে কেন্দ্রীয় চরিত্র। অথচ কয়েক... ...বাকিটুকু পড়ুন
সাল ২০০৮। ব্লগারদের দারুণ সমাগম আর চরম জোশ। ব্লগে ঝড় তুলে দুনিয়া পাল্টে দেওয়ার স্বপ্ন তখন সবার। বিএনপি আর জামায়াত জোট তখন ভীষণ কোণঠাসা। কেউ একজন মুখ ফসকে ওদের পক্ষে... ...বাকিটুকু পড়ুন
বিয়ের পর পর যখন সৌদি আরব গিয়েছিলাম নতুন বউ হিসেবে দারুন ওয়েলকাম পেয়েছিলাম যা কল্পনার বাইরে। ১০ দিনে মক্কা-মদিনা-তায়েফ-মক্কা জিয়ারাহ, ঘোরাফেরা এবং টুকটাক শপিং শেষে মক্কা থেকে জেদ্দা গাড়ীতে... ...বাকিটুকু পড়ুন