somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Word Bank with (antonyms & synonyms)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ethnic = মানবজাতি-সম্বন্ধীয় , পৌত্তলিক
________________________________________
Synonyms
racial = জাতিগত , জাতিসংক্রান্ত , নরগোষ্� ীগত
ethnical = জাতিগত (Adj.), জাতিতত্ত্বমূলক (Adj.), পৌত্তলিক (Adj.), সাকারবাদী (Adj.), মানবজাতি - সম্বন্ধীয় (Adj.)
tribal = উপজাতীয় (Adj.), বর্গীয় (Adj.), গোষ্� ীগত (Adj.), গোষ্� ীভুক্ত (Adj.), গোষ্� ীসংক্রান্ত (Adj.), গণীভূত (Adj.), গোষ্� ীপ্রি় (Adj.)
English to English meaning of 'ethnic'
1. not acknowledging the God of Christianity and Judaism and Islam
________________________________________
2. denoting or deriving from or distinctive of the ways of living built up by a group of people; "influenced by ethnic and cultural ties"- J.F.Kennedy; "ethnic food"
________________________________________

Antonyms of 'ethnic'
________________________________________
nonracial
________________________________________

hold = রাখা (V), ধরা (V), সহ্য করা (V), আঁকড়াইয়া ধরা (V), আঁটিয়া থাকা (V), ধারণ করা (V), অধিকারলাভ করা (V), অধিকারে পাত্তয়া (V), যুক্তি দ্বারা সমর্থন করা (V), পোষণ করা (V), অধিষ্� ান করা (V), অভ্যন্তরে ধারণ করা (V), ধরিয়া রাখা (V), দখলে রাখা (V), আকর্ষণ করা (V), আটক রাখা (V), আঁটা (V), বিবেচনা করা (V), সংযত করা (V), অনুষ্� ান করা (V), বিলম্বিত করান (V), স্থির থাকা (V), অটল থাকা (V), ধারণ (N), ধারণ - প্রণালী (N), জাহাজের খোল (N), আয়ত্তি (N), বশ (N), হাজত (N), খোল (N), দুর্গ (N)
________________________________________
Synonyms
clench = দৃঢ়ভাবে চেপে ধরা
clutch = দৃঢ়ভাবে চেপে ধরা , আঁকড়ানো , মুরগির তা দেওযার জন্যে একত্রে অনেকগুলো ডিম
grip = দৃঢ়মুষ্টি , খামচে ধরা , মুষ্টির দৃঢ়তা
________________________________________
Antonyms
release = মুক্তি (N), খালাস (N), অব্যাহতি (N), হ্রাস (N), উন্মোচন (N), মুক্তদান (N), মুক্তিলাভ (N), স্বত্বত্যাগ (N), ছাড়ান (N), মোচনা (N), নিস্তার (N), নিস্তরণ (N), ছুট (N), ফরক (N), নিষ্কৃতি (N), মুক্ত করা (V), মুক্ত করিয়া দেত্তয়া (V), ঢিলা করা (V), খুলিয়া ফেলা (V), মুক্তি দেত্তয়া (V), ত্যাগ করা (V), হ্রাস করা (V), পথদর্শন অনুমতি দেত্তয়া (V), মুক্তি করা (V), ছাড়া (V), বিমুক্ত করা (V), অব্যাহতি করা (V), খালাস করা (V), ছুটা (V), মোচন করা (V), উন্মোচন করা (V), উন্মুক্ত করা (V), খালাস দেত্তয়া (V), অব্যাহতি দেত্তয়া (V)
relinquish = ছেড়ে দেওয়া , পরিত্যাগ করা , বর্জন করা , পরিহার করা
surrender = আত্মসমর্পণ (N), বশ্যতাস্বীকার (N), পদত্যাগ (N), পরাজয় স্বীকার (N), ত্যাগ করা (V), সমর্পণ করা (V), সমর্পণ করিয়া দেত্তয়া (V), হার মানা (V), বশ্যতাস্বীকার করা (V), আত্মসমর্পণ করা (V)
yield = উৎপাদন

important = গুরুত্বপূর্ণ , তাৎপর্যময় , প্রয়োজনীয় , গণ্যমান্য
self-important = 1. আত্মগর্বী 2. অহংকারী
________________________________________
Synonyms
big = বিরাট , উদার , দাম্ভিক
consequential = আনুষঙ্গিক , হামবড়া , গর্বিত
historic = ঐতিহাসিক (Adj.), ইতিহাস (Adj.), ইতিহাস - অনুযায়ী (Adj.)
major = 1. মেজর।
material = জড় , গুরুত্বপূর্ণ , প্রয়োজনীয় , দৈহিক , আধ্যাত্মিক নয় এমন , পার্থিব , উপাদান
momentous = আবশ্যক , প্রয়োজনীয় , গুরুত্বপূর্ণ
monumental = স্মারক
much = অনেক , প্রচুর , সংখ্যায় বহু , অধিক দিন স্থায়ী , দীর্ঘস্থায়ী , আধিক্য , প্রচুর পরিমাণ
significant = গুরুত্বপূর্ণ (Adj.), অর্থপূর্ণ (Adj.), সার্থক (Adj.), অর্থযুক্ত (Adj.), সার্থ (Adj.), লক্ষণযুক্ত (Adj.), সূচক (Adj.), অন্বর্থ (Adj.), কেতন (N)
substantial = বাস্তবিক (Adj.), দৃঢ়কায় (Adj.), সারগর্ভ (Adj.), প্রকৃত অস্তিত্বপূর্ণ (Adj.), দেহী (Adj.), মোটারকম (Adj.), সারবান্ (Adj.), সারাল (Adj.), শক্তিমান্ (Adj.), প্রচুরপরিমাণ (Adj.), বলিষ্� (Adj.), বাস্তব (Adj.), প্রকৃত (Adj.), শাঁসাল (Adj.), সঙ্গতিসম্পন্ন (Adj.)
tectonic = গ� নাত্মক (Adj.)
________________________________________
Antonyms
inconsiderable = তুচ্ছ (Adj.), নগণ্য (Adj.), ক্ষুদ্রায়তন (Adj.), গ্রাহ্য করার অযোগ্য (Adj.), গ্রাহ্য করার অসাধ্য (Adj.)
insignificant = গুরুত্বহীন , অকিঞ্চিৎকর , নগণ্য , তুচ্ছ , সামান্য , ঘৃণা
little = সামান্য (Adj.), অল্প (Adj.), কম (Adj.), ছোট (Adj.), ক্ষুদ্র (Adj.), কড়ে (Adj.), থোড়া (Adj.), স্তোক (Adj.), হ্রস্বকায় (Adj.), হ্রস্ব (Adj.), নীচ (Adj.), অপ্রশস্ত (Adj.), নগণ্য (Adj.), অনতিবিস্তার (Adj.), যতসামান্য (Adj.), ইতর (Adj.), হীনচেতা (Adj.), অল্পস্বল্প (Adj.), অল্পপরিমাণ (Adj.), ক্ষুদ্রাকার (Adj.), অণুমাত্র (Adj.), ক্ষুদ্রকায় (Adj.), অণু (Adj.), কিঁিচৎ (N), মাত্রার হ্রস্বতা (N), সামান্য স্থান (N), সামান্য অংশ (N), অল্পসংখ্যায় (Adv.), অনধিক (Adv.), অল্পপরিমাণে (Adv.), থোড়াই (Adv.)
minor = গৌণ (Adj.), অপ্রধান (Adj.), তুচ্ছ (Adj.), লঘুতর (Adj.), হ্রস্বতর (Adj.), উপেক্ষণীয় (Adj.), নিম্নতর (Adj.), অপেক্ষাকৃত অল্পবয়স্ক (Adj.), অপ্রাপ্তবয়স্ক (Adj.), অজাতশ্মশ্রু (Adj.), নাবালক (N), অপোগণ্ড (N)
negligible = এত ক্ষুদ্র , অতি সামান্য , নগণ্য , উপেক্ষণীয় , নেহাত্ তুচ্ছ
slight = অসম্মান (N), অসমাদর (N), নকড়া - ছকড়া (N), অনাদর (N), তাচ্ছল্য (N), হেলাফেলা (N), অবজ্ঞাপূর্ণ উপেক্ষা (N), অযত্ন (N), লঘুজ্ঞান (N), খাতির - নাদারত (N), অল্প (Adj.), গোলাপী (Adj.), কৃশ (Adj.), স্বচ্ছ ত্ত পাতলা (Adj.), পলকা (Adj.), তুচ্ছ সামান্য (Adj.), অসমাদর করা (V), অসম্মান করা (V), উপেক্ষা করা (V), অমর্যাদা করা (V), অগ্রাহ্য করা (V), অবজ্ঞা করা (V), সমভূমি করিয়া দেত্তয়া (V), নকড়া - ছকড়া করা (V)
small = ছোট (Adj.), ক্ষুদ্র (Adj.), সামান্য (Adj.), কম (Adj.), ক্ষুদ্রায়তন (Adj.), স্মল (Adj.), ক্ষুদ্রাকার (Adj.), অল্পসংখ্যক (Adj.), মিহি (Adj.), নগণ্য (Adj.), ছোটো (Adj.), নেংটি (Adj.), পাতি (Adj.), অণু (Adj.), হ্রস্ব (Adj.), ক্ষুদ্রকায় (Adj.), খর্ব (Adj.), অনুগ্র (Adj.), অল্পপরিমাণ (Adj.), দুর্বল (Adj.), অল্পমূল্য (Adj.), তুচ্ছ (Adj.), অপরিসর (Adj.), গুরুত্বহীন (Adj.), লঘু (Adj.), ইতর (Adj.), অনুদার (Adj.), গৌণ (Adj.), অবিস্তীর্ণ (Adj.), খর্বকায় (Adj.), সরু (Adj.), হীন (Adj.), ক্ষীণকায় (Adj.), ক্ষুদ্রচেতা (Adj.), কৃশ (Adj.), সঙ্কীর্ণ (Adj.), কৃশতম অংশ (N)
trifling = খুঁটিনাটি
trivial = তুচ্ছ (Adj.), মামুলি (Adj.), নগণ্য (Adj.), গতানুগতিক (Adj.), মামুলী (Adj.), � ুনক (Adj.)


place = 1. (কোনো স্থানে) রাখা; ন্যস্ত/বিন্যস্ত করা; সাজিয়ে রাখা; স্থাপিত/স্থাপন/নিবেশিত করা।
________________________________________
Synonyms
emplacement = স্থাপন
locale = ঘ্টনাস্থল , অকুস্থল , কোনো ঘ্টনা বা কার্যকলাপের স্থান
locality = স্থান , অঞ্চল , কোনোকিছুর অবস্থান , ঘ্টনাস্থল , পাড়া , পল্লি
locus = স্থান , জায়গা , অকুস্থল , কেন্দ্রবিন্দু
point = বিন্দু (N), দফা (N), ডগা (N), ফুটকি (N), ফোঁটা (N), দশমিক বিন্দুচিহ্ন (N), মাপনী - যন্ত্রাদির ধাপ (N), মাপনী - যন্ত্রাদির মাত্রা (N), যথামুহূর্ত (N), খেলায় অর্জিত পয়েনট (N), নির্দিষ্ট লক্ষ্য (N), আলোচ্য বিষয় (N), নির্দিষ্ট বিষয়বস্তু (N), অন্তরীপ (N), সন্ধিক্ষণ (N), সূচ্যগ্র বস্তু (N), তীক্ষ্নতা (N), বৈশিষ্ট্যসূচক লক্ষণ (N), সঙ্কটমুহুর্ত (N), চূড়া (N), আসল বস্তু (N), স� িক বিষয় (N), আসল বিষয় (N), তীক্ষ্ন প্রান্ত (N), তীক্ষ্ন করা (V), সূক্ষ্মাগ্র করা (V), লক্ষ্য করা (V), মন দেত্তয়া (V), অঙ্গুলিনির্দেশ করা (V), অঙ্গুলিসঙ্কেত করা (V)
position = অবস্থান (N), স্থান (N), অবস্থা (N), পদ (N), জায়গা (N), ভঙ্গী (N), প্রতিজ্ঞা (N), সামাজিক পর্দময্র্যাদা (N), সামাজিক অবস্থা (N), চাকরী (N), স্থিতি (N), অবস্থিতি (N), জনসভায় বক্তৃতা (N), কোট (N), অবস্থান নির্ণয় করা (V), যথাস্থানে রাখা (V)
site = স্থান (N), জায়গা (N), স্থল (N)
spot = 1. ক্ষুদ্র (বিশেষত গোল) দাগ।
venue = ঘটনাস্থল (N), অকুস্থল (N), মিলনস্থন (N), ক্ষেত্র (N)
where = যেখানে (Adv.), কই (Adv.), যেহেতু (Adv.), কাঁহা (Adv.), কি হইতে (Adv.), কমনে (Adv.), সেথায় (Adv.), তাহাতে (Adv.), পক্ষান্তরে (Adv.), কোথায় (Conj.), যেথায় (Conj.), তাহা (Conj.), যাহাতে (Conj.)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমাকে লিখলাম প্রিয়

লিখেছেন মায়াস্পর্শ, ০২ রা মে, ২০২৪ বিকাল ৫:০১


ছবি : নেট

আবার ফিরে আসি তোমাতে
আমার প্রকৃতি তুমি,
যার ভাঁজে আমার বসবাস,
প্রতিটি খাঁজে আমার নিশ্বাস,
আমার কবিতা তুমি,
যাকে বারবার পড়ি,
বারবার লিখি,
বারবার সাজাই নতুন ছন্দে,
অমিল গদ্যে, হাজার... ...বাকিটুকু পড়ুন

ছাঁদ কুঠরির কাব্যঃ মিসড কল

লিখেছেন রানার ব্লগ, ০২ রা মে, ২০২৪ রাত ৯:৫৫



নতুন নতুন শহরে এলে মনে হয় প্রতি টি ছেলেরি এক টা প্রেম করতে ইচ্ছে হয় । এর পেছনের কারন যা আমার মনে হয় তা হলো, বাড়িতে মা, বোনের আদরে... ...বাকিটুকু পড়ুন

হিটস্ট্রোক - লক্ষণ ও তাৎক্ষণিক করণীয়

লিখেছেন ঢাকার লোক, ০২ রা মে, ২০২৪ রাত ১০:০৭

সাধারণত গরমে পরিশ্রম করার ফলে হিটস্ট্রোক হতে পারে। এতে দেহের তাপমাত্রা অতি দ্রুত বেড়ে ১০৪ ডিগ্রী ফারেনহাইট বা তারও বেশি হয়ে যেতে পারে।

হিটস্ট্রোক জরুরি চিকিৎসা প্রয়োজন। চিকিৎসা... ...বাকিটুকু পড়ুন

আল্লাহকে অবিশ্বাস করার সংগত কোন কারণ নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা মে, ২০২৪ রাত ১০:৪৩



সব কিছু এমনি এমনি হতে পারলে আল্লাহ এমনি এমনি হতে সমস্যা নাই। বীগ ব্যাং এ সব কিছু হতে পারলে আল্লাহও হতে পারেন। সব কিছুর প্রথম ঈশ্বর কণা হতে পারলে আল্লাহও... ...বাকিটুকু পড়ুন

যুক্তরাষ্ট্রে ইসরাইল বিরোধী প্রতিবাদ বিক্ষোভ

লিখেছেন হাসান কালবৈশাখী, ০৩ রা মে, ২০২৪ সকাল ৮:০২

গাজায় হামাস উচ্ছেদ অতি সন্নিকটে হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক ও লসএঞ্জেলসে কয়েকটি বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ ছড়িয়ে পরেছিল। আস্তে আস্তে নিউ ইয়র্ক ও অন্যান্ন ইউনিভার্সিটিতে বিক্ষোভকারীরা রীতিমত তাঁবু টানিয়ে সেখানে অবস্থান নিয়েছিল।


... ...বাকিটুকু পড়ুন

×