আজ দশই জুলাই এই অধম ঢাকা ন্যাশনাল হসপিটালের কোন এক খানে ম্যাও ম্যাও করতে করতে জন্মগ্রহণ করেছিল(আমার আম্মু ওই হসপিটালের ডাক্তার।)
তারপর খালার কোলে, নানুর কোলে, মামার কোলে চড়তে চড়তে কেমনে কেমনে যেন আঠারটা বছর পার হইয়ে গেল!
আঠার বছর!
তার মানে ... মানে আমি এখন একজন '১৮+'!!!!
আব্বু-আম্মু কিংবা পরিবারের কাছে এটা কোন আলাদা কিছু না... কিন্তু আসলে এর মাজেজা যে কি তা তো আমার সামু পরিবারের সদস্যরা ছাড়া আর কেউ বুঝবে না...
সামুর সব ব্লগারকে শুভেচ্ছা...!!!
(আসলে এখন তো বুড়া হইয়া গেসি, আগের মত কেউ অত খাতির করে উইশ করে না। মনটা খারাপ ছিল। সামুতে আইসা লাল-নীল বেলুন দেখে মনটা খুশি হয়ে গেলু!
সবাই দোয়া করবেন যেন এই অধম মোটামুটি কিছু একটা হতে পারে...
মিষ্টি-মুষ্টি খাওয়াইলাম না, (আসলে কম্পিউটার ঘাঁইটা খানাপিনার কুনো ফটুক পাইলাম না, আমি আবার একটু খাদ্য-বেরসিক তো!)
তাও আপনাদেরকে তো আজ মুখ বেজার করে বিদায় দেওয়া যায় না!!
আমার প্রিয় একটা গান দিয়ে পোস্ট শেষ করি...
http://www.youtube.com/watch?v=m5TwT69i1lU
আল্লাহ হাফেজ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




