গুগল ম্যাপস সার্ভিসটি প্রথম দর্শনে সাধারণ ত্রিমাত্রিক কোনো ম্যাপের মতো দেখতে হলে কি হবে, একটু জুম বাড়িয়ে নিলেই রাস্তায় চলন্ত গাড়ি বা যেকোনো লোকোশনের আপডেট এখন রিয়েল টাইমেই জানা যাবে। সম্প্রতি সার্চ জায়ান্ট গুগল কর্তৃপক্ষ তাদের ম্যাপস সার্ভিসটিতে রিয়েল টাইম অপশনটি যোগ করছে। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, রিয়েল টাইমে গুগল ম্যাপস দেখার জন্য সফটওয়্যার তৈরি করেছে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার গবেষকরা।
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, রিয়েল টাইমে গুগল ম্যাপস ব্যবহারের সুযোগ পাওয়া যাবে ১৩ টি দেশে। দেশগুলো হচ্ছে অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক রিপাবলিক, ডেনমার্ক, জার্মানি, আয়ারল্যান্ড, ইসরায়েল, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভাকিয়া, স্পেন এবং সুইজারল্যান্ড।
জানা গেছে, এ ম্যাপ সার্ভিসটি প্রতি ৫ থেকে ১০ মিনিট অন্তর আপডেট হবে। ট্রাফিকের পুরো ডেটা ধারণ করে রাখবে এই ম্যাপস সার্ভিসটি। চাইলে আগে থেকেই ট্রাফিক পূর্বাভাসও জেনে নেয়া যাবে।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধান প্রধান শহরগুলোর হাইওয়েগুলোর তথ্য দেখাবে এ ম্যাপ সার্ভিসটি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, গুগল ম্যাপস-এর সঙ্গে আইক্যাম্পাস নামের সফটওয়্যারও যোগ হয়েছে যাতে রিয়েল টাইমেই বন্ধুদের খোঁজ পাওয়া যাবে।
জানা গেছে, রিয়েল টাইমে গুগল ম্যাপস ব্যবহারের এ পদ্ধতিটিকে বলা হচ্ছে ‘আই ট্রান্সপোর্টেশন’।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



