অনেকেই বলছেন, পাগলামী করছে ছেলেমেয়েগুলো। অনেকে বলছেন কি হবে আন্দোলন করে, আপিলে তো আর রায় পরিবর্তনের সুযোগই নেই। কেউবা বলছেন, সময় নেই, তাই শাহবাগ এ যেতে পারলাম না ইচ্ছে থাকা সত্ত্বেও। সবার প্রতি একটি কথাই বলব, আমরা কোন অর্জনের জন্য এখানে আন্দোলনে আসিনি। আমাদের আন্দোলনের ফলাফল আসবেই তা আমরাও নিশ্চিত করে বলতে পারব না। তবে এটুকু বলতে পারি, নীরবতার সুযোগ নিয়েই আমাদের কাঁধে অত্যাচারের পাহাড় চাপিয়ে দেয়া হয়েছে। এবার তাই গর্জে উঠতে চাই আমরা। পরবর্তীবার অনাচার করার আগে যেন একটু ভেবে নেয় অনাচারকারীরা। সবাইকেই এখানে আসতে হবে এমন কথা নয়, তবে আপনারা যে যার স্থানে থেকে শাহবাগে অবস্থানরীদের পক্ষে অবস্থান নিন। সামাজিক মাধ্যমগুলোতে ঝড় তুলে দিন। কারো যদি মনে হয় শাহবাগে আন্দোলনের নামে অন্য কিছু হচ্ছে, তবে বেশ কিছু বন্ধু নিয়ে চলে আসুন। আপনি আসছেন না বলেই হয়ত, আপনি শুধরে দিচ্ছেন না বলেই হয়ত ভুলটুকু হচ্ছে। এটুকু কথা দিতে পারি, এখানে আপনার কোন শ্ত্রু নেই, সবাই আমার আপনার মতই সাধারণ মানুষ।
হ্যাঁ, একেই যদি পাগলামী বলে, নাহয় করলাম পাগলামী। অনেকেই হয়ত একে দেশপ্রেম বলবেন। প্রমাণিত পাগল হয়েও তাহলে গর্ববোধ করব।
আন্দোলনরত অবস্থার চমকপ্রদ কিছু ছবি ও খবর জেনে নিন, ফেসবুকেই - Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



