সড়ক দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যুর গুজবে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তিনটি বাস পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে সদর উপজেলার ছয়দানা হারিকেন ফ্যাক্টরির সামনে এ ঘটনার পর প্রায় আধা ঘণ্টা যান চলাচলে বিঘ্নিত হয়।
নাওজোড় হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল পৌনে ৮টার দিকে ওই এলাকায় বাসের ধাক্কায় হযরত আলী (২০) নামের এক পোশাক শ্রমিক আহত হলে এলাকাবাসী তাকে হাসপাতালে পাঠায়।
কিন্তু কিছুক্ষণের মধ্যে আলীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সোয়া ৮টার দিকে মহাসড়কে তিনটি বাসে আগুন দেয়।
পরে অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর আহমেদ।
উপ পরিদর্শক ইকবাল জানান, আহত হযরত আলী (২০) স্থানীয় ইভা স্যুয়েটারের কর্মী। তার বাড়ি কিশোরগঞ্জে। সকালে কাজে যাওয়ার সময় তিনি বাসের ধাক্কায় আহত হন।
“দুর্ঘটনার পরপরই এলাকাবাসী তাকে হাসপাতালে পাঠিয়েছে। তবে তার মৃত্যুর নিশ্চিত কোনো খবর আমাদের কাছে নেই।”
পুড়িয়ে দেয়া গাড়ি সরিয়ে নেয়ার পর বেলা পৌনে ৯টার দিকে মহাসড়কে আবার যান চলাচল স্বাভাবিক হয় বলে উপ পরিদর্শক ইকবাল জানান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






