যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক....
বিগত ৫দিন ধরে শাহবাগ প্রজন্ম চত্বরে একাত্ব প্রকাশ করা সকল ভাই বোনেরা...
আমি আজ বাংলাদেশি আইনে কিছু রাজাকার মুখোশধারী মানুষের সর্বোচ্চ শাস্তি " ফাঁসির " দাবি নিয়ে এসেছি। ... পলাতক বাচ্চু , আধামরা আজম , ডিয়ারিং সাকা , জনাব রাজাকার কাদের , জনাব রাজাকার নিজামি ...(আরও আসছেন.....এবং যুগে যুগে শুধু আসছেন-ই....)আর জানতে এসেছি
***কেন এদেশের সর্বোচ্চ বিচার বিভাগ কে সম্পূর্ন ভাবে দলীয়/রাষ্টীয় প্রভাব মুক্ত করা যাবে না ?
***কেন আইন প্রনোয়োনকারী যেকেনো প্রতিষ্ঠানকে সম্পূর্ন ভাবে দলীয়/রাষ্টীয় প্রভাব মুক্ত করা যাবে না ??
*** দৃশ্যমান এবং মদৎদার অন্যান্য রাজাকারদের কেন আইনের আওতায় এনে শাস্তি দেয়া যাবে না ??
*** দেশকে ধংশ্বের মুখে ঠেলে নিয়ে যাওয়ার যে চক্র (জানি না সে স্বাধীনতা বিরোধী চক্র-ই কিনা বা ততৃীয় শক্তি) আমদের ভবিষ্যৎ প্রজন্মের পেছনে লেগেছে ,তাদের সব্োচ্চ বিচারের আওতার আনা কি এতটা-ই মুশকিল হয়ে যাচ্ছে ??
----ঠিক আছে...আমাদের কানে কানে এসে এই শাহবাগে বলে যান। এদেশকে আমরা হায়নার হাত থেকে আরেকবার জয় করে নিয়ে আসবো ইনশাল্লাহ..।
জয় বাংলা ...জয় বাংলার দামাল তরুনেরা ....
আমি এর আগে প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেত্রী র নিকট সমসাময়িক বিষয়াবলি নিয়ে অনেক বার লিখেছি ।ফেসবুকে সচেতনা সৃষ্টমুলক প্রচুর ফেন পেজে সরাসরি প্রতিবাদ জানিয়েছি। (জানি না তারা এগুলো পড়েন কি-না)
কেন আমাদের আন্দোলন গুলো ব্লগে শুধু ছাপা হয়ে থাকবে।
আমরা আমাদের সম্মানিত দুই নেত্রীর নিকট জানতে চাই, ঐক্যমত প্রকােশর এবং সঠিক গনতান্ত্রিক রাজনীতি চর্চার জন্য ,আইন প্রয়োগের মাধ্যমে জন সাধারনের, এরূপ মত প্রকাশের বৈধতা কবে প্রদানে করা হবে ??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




