২০টি অপরাধের মধ্যে ৮ টি প্রমানিতি এবং ১২ টি অপরাধে বেকসুর এবং ৮ ও ১০ নং অভিযোগে (খুন) ফাঁসি দেয়া হয়েছে , যেহেতু ২টি অপরাধে ফাসি দেয়া হয়েছে তাই বিচারক বাকি প্রমানিত অপরাধে শাস্তি প্রদানের প্রয়োজন মনে করেনি ট্রাইবুনাল!!!!!!!!!!==>(according At. General's press brief )
প্রমানিত সকাল অপরাধের জন্য আলাদাভাবে শা্স্তি প্রদান করতে হবে। এটা আর্ন্তজাতিক যুদ্ধ অপরাধ ট্রাইবুনালের লিখিত আইন। তাহলে আজকের রায় কি সেই আইনকে প্রশ্ন বিদ্ধ করেনি?
সুপ্রিম কোর্ট কি রকম রায়ের উপর আপিল হবে আসেন ভেবে দেখি...
যেহেতু ২ টায় ফাঁসি তাই বাকি প্রমাণিত অপরাধে শাস্তি নাই রায়ে লেখা আছে এভাবে....... ? ,
তা হলে এর উপর যখন সুপ্রিম কোর্টে কি আপিল হবে?? তখন ত দেখছি এমনি তেই ৬ টি প্রমানিত অভিযোগে তার সাজা লেখা নাই।অনলি ২ টা অপরাধের উপর আপিল হবে। আর যেহেতু বাকি ৬ টা প্রমানিত অপরাধে সাজা লেখা নাই তাইলে নিশ্চয় হেতু আছে।আবার হেতু ধরে পেছনে যান ।আবারও প্রমান করে আসুন , নাহলে তা বাকি প্রদান করা রায়ের উপর প্রভাব রাখবে।
এবার যারা যারা সন্তোষ জানিয়েছেন বেপারটা একটু ভেবে দেখেছেন?
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




