
কতোকাল সারাদিন অভুক্ত থেকে
সন্ধ্যায় খেয়েছিনু কলের পানি -
একাট মাত্র কলা আর বন,
সেইসব রাতে আমার ঘুম যে ছিলো
না বলা মনের কথায় শান্তিময় দীর্ঘক্ষণ
আহা, সে সময় ছিলো যে শান্তির মাহেন্দ্রক্ষণ।।
নিজের কথা: - শান্তির খোঁজে আমরা কি কি করি কোথায় যাই, কখনো কখনো মনে হয় ব্লগার রাজীব নুরের মতো গ্রামে চলে যাই! আসলে শান্তি কি? - তা বোঝাতে কবিতায় আমার একটি চেষ্টা মাত্র। জানিনা এটি সত্যি কোনো কবিতা হয়েছে কিনা? ব্লগার ল ভাই হয়তো কিছু বলতে পারবেন। তবে চুপে চুপে একটি কথা বলে রাখি, আমি আমার নিজের লেখায় আনন্দ খোঁজে পাই। কি ভালো কি মন্দ তাতে কি বা আসে যায়? জীবন ও জীবিকার প্রয়োজনে জীবনে অসংখ্য দিন আমি অভুক্ত থেকেছি (রোজা নয়) তাই অভুক্ত থাকার কষ্ট আমি জানি। ভালোভাবেই জানি। সে গল্প অন্য একদিন।।
কৃতজ্ঞতা: - সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষ।
ছবি: - গুগল সার্চ ইঞ্জিন
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


