
মানুষ যে কোনো বিষয়ে যখন আলোচনা করেন সেই বিষয়ে তার পূর্ব ধারনা - পূর্ব অভিজ্ঞতা থাকে। যেই কারণে উক্ত বিষয়ে আলোচনা করতে পারেন। কারণ চেনা জানা আছে! যে কোনো সূত্রে জানাশোনা আছে। পূর্ব অভিজ্ঞতা না থাকলে কেউ কোনো বিষয়ে যত্রতত্র আলোচনা সমালোচনা চালিয়ে যেতে পারেন না, সম্ভব না।
সমাজের নানান স্থানে আমরা প্রায়ই দেখি কারো না কারো ব্যক্তিগত বিষয় নিয়ে, কেউ না কেউ - এই সমাজে, এই দেশে আলোচনা করছেন - সমালোচনা করছেন। - সমালোচনা করছেন, করছেন, করতেই থাকবেন। - কখনো কখনো মনে হবে এই সমালোচনা আর এই পরচর্চা মনে হয় অনন্তকাল ধরে চলতেই থাকবে!
এই সকল বিষয়ের কারণ কি? - কারণ তার নিজ জীবন। তার নিজ জীবনের সাথে, নিজের সাথে উক্ত ব্যক্তির ব্যক্তিগত জীবনের মিল খুঁজে পেয়েছেন। এবং এটিই সত্য। নইলে এতো এতো সমালোচনা পরচর্চা কোনোভাবেই সম্ভব না। যদি না নিজের সাথে ঘটনার কোনো না কোনো সূত্র গাথা না থাকে! আর এটিই হচ্ছে পূর্ব অভিজ্ঞতা ও জানাশোনা। আর এই কারণেই এতো এতো আলোচনা, সমালোচনা ও পরচর্চার কারণ।
আর কিছুই বলার নেই। বলার মতো আর কোনো ভাষাও জানা নেই।
ছবি সূত্র: crowd people icon
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০২২ রাত ১০:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





