মধ্যরাতে এপার্টমেন্ট বাসার নিরবতা ভাঙ্গে বোতল গ্লাস কাঁচ ভাঙ্গার ঝনঝন শব্দে! সাথে শুরু হয় বিশ্রী কদাকার অকথ্য নোংরা ভাষার গালাগালী। ঘুম থেকে লাফ দিয়ে উঠে বসে দীর্ঘ দিনের বাসার কাজের বুয়া নুরী। নুরী ছুটে আসে মাস্টার বেডরুমের দিকে। না মাস্টার বেডরুমে নয়, ড্রইং রুমের পাশে ড্রাই কিচেন - এখানে সাজানো মিনিবার। আর কেবিনেটে থাকে থাকে থরে থরে সাজানো বিয়ার ক্যান বোতল, নানান সাইজের নানান ডিজাইনের নানান রঙের অ্যালকোহল বোতল! ফ্রিজ, ওয়াইন গ্লাস, আইস বাকেট, আর বাহারী কাটলারী। মেঝেতে গড়াগড়ি করছে ভাঙ্গা অ্যালকোহলের বোতল গ্লাস!
মদ্যপ পঞ্চাশোর্ধ জেরিন খানের ঠোট গাল কপাল সহ সারা মুখে লিপস্টিক আর কাজলের ছড়াছড়ি! রেজর ব্লেডে হাতের নানান স্থানে কাটা ছেড়া রক্তারক্তি আর মুখ থেকে ছিটকে পড়ছে লালা আর বিশ্রী গালাগালী। নুরী জড়িয়ে ধরে সামলাতে গিয়ে কিছু কিল লাথি চড় থাপ্পড় খায়।
জরিনা আকতার থেকে জেরিন খান হয়ে উঠার গল্প! “জরিনা আকতার ওরফে জেরিন খান ওরফে জ্যারিন” এর জীবনে আরোও অনেক অনেক কিছুই ঘটবে। কারণ - “এখন অনেক রাত”।
- অসমাপ্ত -
অসমাপ্ত গল্পের শিরোনাম: প্রিয় শিল্পী আইয়ুব বাচ্চুর গান “এখন অনেক রাত”
কৃতজ্ঞতা স্বীকার: সামহোয়্যারইনব্লগ।