ছবি: বৃষ্টিস্নাত নীল আকাশ।
আকাশ দেখতে পছন্দ করেন না এমন মানুষ পাওয়া দুর্লভ। আকাশ নিয়ে অনেক অনেক কবিতা হয়েছে, গান হয়েছে, গল্প উপন্যাস হয়েছে, সিনেমাও হয়েছে। আমারও আকাশ নিয়ে অনেক অনেক গল্প আছে - সময় ও সুযোগ করে অবশ্যই সেই গল্পগুলো লিখবো। সামহোয়্যরাইন ব্লগে আমার লেখালেখির শুরুতে যাদের প্রথম থেকে পেয়েছি তাঁদের সাথে এখনও ব্লগে মন্তব্য প্রতিমন্তব্য হয়। তাঁদের কিছুদিন অনুপস্থিতিতে আমি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। কেউ কেউ ফিরে এসে জানান দেন, কেউ কেউ ফিরে আসবেন এই আশায় আছি।
আকাশ নিয়ে আমার ছোট্ট একটি কবিতা: -
color of life, color of justice
- thakurmahmud
sometimes blue, sometimes white
sometimes black, even red, even golden !
you know me very well, that's who am i ?
dear son, yes - its me - i am sky !
color your life, color your justice
color your heart, color your mind
i am praying from my heart
for your colorful beautiful life.
assigned to: my lifetime king of the heroes "my father and my son".
ছবি: samsung galaxy s7
তারিখ: ০৭ জুলাই, ২০২৩