
আমাদের দেশে মিষ্টি পছন্দ করেন না এমন মানুষ পাওয়া বিরল ব্যাপার। ঢাকা চট্টগ্রাম রুটে যারা যাতায়াত করেন মাতৃ ভাণ্ডারের সাথে পরিচিত নন এমন মানুষও মনে হয় খুব বেশি নেই। ঢাকা চট্টগ্রাম রুটে কুমিল্লা এলাকায় শত সহস্র মাতৃ ভাণ্ডার আছে! “নতুন মাতৃ ভাণ্ডার, নিউ মাতৃ ভাণ্ডার, আদি মাতৃ ভাণ্ডার, আসল মাতৃ ভাণ্ডার, কুমিল্লার মাতৃ ভাণ্ডার, ময়নামতি মাতৃ ভাণ্ডার, মাতৃ ভাণ্ডার সুইটস ইত্যাদি ইত্যাদি - নতুন হোক আর আদি, সবগুলো ডুপ্লিকেট ও প্রতারক।
মাতৃ ভাণ্ডার এক ও অদ্বিতীয়। মাতৃ ভাণ্ডার একটিই এবং তা হচ্ছে - কুমিল্লা শহরে কান্দিরপাড় মনোহরপুর। মাতৃ ভাণ্ডারের কোনো শাখা নেই। কোনো শাখা ছিলো না, ভবিষ্যতেও কোনো শাখা হওয়ার সম্ভবনা নেই। মাতৃ ভাণ্ডারের রস মালাই বা মাতৃ ভাণ্ডার শুধু একটি ব্রান্ড নয়! এটি সেন পরিবারের সেন বংশের তিন প্রজন্মের ভালোবাসার নাম। যা আজও বহাল আছে। প্রায় শত বছরের পুরাতন প্রতিষ্ঠান তাঁর সুনাম অক্ষুণ্ণ রেখে অত্যন্ত মান সম্পন্ন রস মালাই সরবরাহ করে যাচ্ছে।
মাতৃ ভাণ্ডার একমাত্র মাতৃ ভাণ্ডার। যার নামের আগে পরে “নতুন, আদি, আসল” বলে কোনো শব্দ নেই। নামের অগ্রপান্তে নতুন বসালেই কেউ নতুন হয়ে যায় না। নামের অগ্রপান্তে আদি বসালেও কেউ আদি হয়ে যায় না। “বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়”। কোনো বিশেষ নামের আগে পরে “নতুন, আদি, আসল” যুক্ত করে কেউ নতুন আদি ও আসল হতে পারে না, সম্ভব না।।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০২৫ রাত ৩:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



