অসুখী মানুষ হচ্ছে সমাজের ভয়ংকর থেকেও ভয়ংকরতম বোঝা। এরা নিজেরা যেমন অসুখী এরা সব সময় দোয়া ভিক্ষা করে যেনো আশে পাশের সকলে অসুখে থাকে, অশান্তিতে থাকে। এরা না পারে নিজের ভালো করতে, না পারে অপরের ভালো করতে। যা পারে - সব সময় শুধু অপরের ক্ষতিই করতে পারে। এবং এরা নিজেও ক্ষতিগ্রস্ত হতে থাকে।
এদের জীবনের অসুখ শুরু হয় - ফেইল প্রেম দিয়ে। তারপর শুরু হয় পড়ালেখায় ডাব্বা দিয়ে দিয়ে। কর্মজীবনেও ফেইল অসুখ আর অশান্তি। পারিবারিক জীবনেও অসুখ আর অশান্তি। সমাজেও এরা থাকে অসুখ আর অশান্তিতে। এমন কি আস্ত দেশেও এরা থাকে অসুখে।
এক সময় তাদের চাওয়া হয় -“প্রতিটি মানুষ অসুখে থাকুক, পরিবার পরিজন অসুখে থাকুক, প্রতিবেশী কলহ বিবাদে অসুখ অশান্তিতে থাকুক। সমাজ দেশ সহ সমগ্র বিশ্ব যুদ্ধ বিগ্রহে বরবাদ হয়ে যাক”। কারণ একটিই - উক্ত ব্যক্তি নিজেও অসুখে আছে অশান্তিতে আছে।
পরিশিষ্ট: দুঃখী মানুষ, অসহায় মানুষ আর অসুখী মানুষ এক নন, এক ও একাকার করার ভাবনাও ভুল। এই অসুখী মানুষগুলো আমাদেরই সমাজের মানুষ। তাই এদের দ্বারা সমাজ দেশ সহ সমগ্র বিশ্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হতেই থাকবে।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০২৫ রাত ১১:৩৩