এর নাম হচ্ছে talkonaut । এটি হচ্ছে একটি গুগলটক মোবাইল ক্লায়েন্ট । আপনি ইয়াহু এমএসএন এর জন্য মোবাইলের ক্ষেত্রে
mig33 ব্যবহার করতে পারেন মোবাইল ব্রাউজার থেকে
http://wap.mig33.com । তবে গুগলটক এর ক্ষেত্রে আমার কাছে বর্তমানে সেরা হচ্ছে talkonaut
পিসি থেকে ডাউনলোডের জন্য http://www.talkonaut.com/download.shtml আর মোবাইলের ক্ষেত্রে
get.talkonaut.com।
মূলসাইট http://www.talkonaut.com/home.shtml
আমি ব্যবহার করে দেখেছি বিশ্বাস করুন অসাধারণ জিনিষ । তাদের ওয়েবসাইটের বক্তব্য অনুযায়ী এটি যেকোন J2ME সাপোর্টেড মোবাইলে ব্যবহার করা যাবে । আমি ব্যবহার করছি নোকিয়া ৩২৩০ এ । সবচেয়ে অসাধারণ যে ফিচার সেটি হল এর মাধ্যমে আপনি আপনার কন্টাক্টদের কল করতে পারবেন । প্রথমে আমি নিজেও বিশ্বাস করিনি । আমার দুটো গুগল আইডি আছে । একটা দিয়ে এই এ্যপলিকেশনে লগইন করলাম আরেকটা দিয়ে
পিসিতে । এবার মোবাইলের talkonaut থেকে আমার কন্টাক্টে কল দিলাম যেটা সাধারণত গুগল টক দিয়ে করা যায় । তার পর রিসিভ করলাম কল পিসিরগুগলটক থেকে । আমি অবাক একদিকে মাইক্রোফোন দিয়ে কথা বলছি অন্যদিকে মোবাইলে শুনছি । সত্যিই চমৎকার । তারমানে মোবাইল থেকেই ব্যবহার করা যাবে ভিওআইপি তবে জিপিআরএস বা এজ কানেকশন থাকতে হবে । খরচ জিপিআরএস এরই আসবে । আর কলের ক্ষেত্রে তারা !@@!237844 !@@!237845 !@@!237846 !@@!237847 !@@!237848 !@@!237849 !@@!237850 তবে ল্যন্ডফোনে কলের ক্ষেত্রে আপনাকে ব্যালেন্স ক্রেডিট কিনতে হবে । আমি দেখলাম আমার ব্যালেন্স আছে USD 0.0200 । যাই হোক চমৎকার জিনিষ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


