২০১৩ সালের HSC পরিক্ষার ফলাফালে দেশের অনেক অভিভাবক সন্তুষ্ট নয়। তারা বলছে এই বার HSC পরিক্ষায় অনেক বাধা বিপত্তির মাঝ দিয়ে গেছে। হরতাল গোলো্যোগ, বিদ্যুৎ ও ইত্যাদি সমস্যার সম্মুখিন এবারাকার পরিক্ষার্থী ভাই-বোনেরা।
অনেকেই ৪.৯০ পেয়েছে।তারা বলছে যে হয়ত এই সমস্যার জন্যে GPA ৫.০ পায় নি। সুধু তারা নয় তাদের অভিবাবক ও একই কথা বলছে। ইতমধ্য অনেক অভিবাবক Board Challenge করেছে খাতার বিরুদ্ধে।
তারা বলছে “আমাদের শিক্ষা মন্ত্রী এই GPA ৪.৯০ প্রাপ্ত সিক্ষার্থীদের প্রতি সু- দৃষ্টি দিয়ে GPA ৪.৯০ কে GPA ৫.০ দেবার মত কনো চিন্তা করা যায় কি না” এ ব্যাপারে তারা মন্ত্রী মহদায় এর নিকট আকুল প্রার্থনা করছে।
Please আমার সকল বন্ধুদের দৃষ্টি আকর্ষন করছি ও তাদের মুল্যবান Comments and Share কামনা করছি।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




