আইজ, আমি শাহজাদী যখন সরকারী বাসে চাপিয়া নিজের কাজে যাইতেসি, চোখে পড়িল একটি অ্যাড,
'হুম হু না রে হুম হু না'
'এইখানে বিবাহ ও যাবতীয় বাঙালীয়ানা কাজের জন্যে পাল্কী ভাড়া দেওয়া হয়!'
নীচে জনৈক 'র'বাবুর ফোন নম্বর ও ঠিকানা। ছোট্ট চারকোণা কাগজে ছাপানো এই অ্যডটি গোটা বাসের গায়ে প্রতি দুই হাত অন্তর লাগানো আছে, বাসের সামনে , পিছনে, ডাঁইনে ও বাঁয়ে। দেইখা আমি যারপর নাই চমৎকৃত হই। পাল্কী?! অ্যাঁ!!
একবার মনে হইসিলো বটে, যে ফোন নম্বরটা লেইখ্যা লই, পরে মনে হইল , আমি না শাহজাদী? ভাড়া কইরা পাল্কী চড়ুম?! ধুশশশ...
হের থেইকা তো ভালা হইব যদি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে গিয়া রোগা ভোগা দুব্বল চেহারার এক ঘোড়ায় টানা ঐ ভিক্টোরিয়ায় উইঠ্যা বই! না: ...
কিসুই হইল না :-(((
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



