![]()
আমি দৌড়ের উপর আছি!! গত ৫মিনিট যাবত কেবল ছুঁটছি প্রাণপনে , জান নিয়ে পালাচ্ছি। কারণ হলো, আমি বাসার ড্রয়ইং রুমে "হিসু" করে দিয়েছি!!
আমি জানি আমি খুবই খারাপ কাজ করেছি। এটা অপরাধ , মানুষের সমাজে থাকতে হলে এধরনের অসামাজিক আচরন করা যায়না!! আমি সব বুঝি , কিন্তু কি করবো ! আমিতো বাবু!! তাই অনেক চেষ্টা করেও আটকে রাখতে পারিনা!! আর আমাকে হিসু করার জন্যে বড় আম্মু যে জায়গা দিয়েছে, ওটা এতো শক্ত , যে আমার ভাললাগেনা ওখানে করতে!! আমার নরোম জায়গায় হিসু করতে ভাললাগে!!! তাইতো আমি কালকে মামার রুমের নতুন নরোম লেপের উপরে ,আর আজকে সোফার কুশনের উপরে হিসু করেছি!! হিহিহহি!! পরশুদিনও করেছিলাম বড় আম্মুর বিছানায় আগোছালো ধোয়া কাপড় গুলোর উপরে!! কিন্তু এরপরে আমাকে বড় আম্মু এত্তো গুলা বকা, ঝাড়ি দিয়েছে!! (কান্তেই আছি! মিয়াঁও মিয়াঁও মিয়াঁওওওও !!)
আমাকে সেফ করেনা ক্যানো , শরৎ ভাইয়া আর জানা আপুকে খামছি দিবো কিন্তু , সেফ করলে এইখানে একতুও দুষ্টুমি কব্বোনা
![]()

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




