বসন্ত শুরু...একটি বইয়ের বিজ্ঞাপন
পহেলা ফাল্গুন, বুকের ভেতর থেকে দিচ্ছি রক্তপলাশ, ভালোবাসা নাও। অাজ যদি তুমি বইমেলায় অাসো এবং ৪০৯-৪১০ নম্বর স্টলের সামনে দাঁড়াও, দেখবে, ওটা 'গদ্যপদ্য' প্রকাশনী। অাজ থেকেই নতুন ছাপা হওয়া 'ঘামসূত্র' গদ্যপদ্যে পাওয়া যাবে।
কবিতা সীমিত পাঠকের টেক্সট। এই সীমিততেই কবিতার ব্যজ্ঞনা রক্ষে নিহিত, এটা অামার অনুভব। পড়তে পারাই লোকই তো অার কবিতার পাঠক নয়, কবিতার রস নিতে পারা একটা ক্ষমতার ব্যাপার। যে পারে, সে পারে, যে পারে না, সে পারে না।
তো শেষকথা হচ্ছে, 'ঘামসূত্র' মেলায় সেকেন্ড মুদ্রণ এলো পহেলা বসন্তে। বসন্তকে কথা দিয়েছিলাম...
কভার: ধ্রুব এষ
ক্রয়মূল্য: ১০০ টাকা (প্রকাশক কর্তৃক নির্ধারিত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




