সাধারণত দুনিয়ার সব পোলাপান মায়েরতে একটু বেশি বুঝে...
আমি আর পিচ্চিও এর থেইক্যা ব্যতিক্রম না...বাসায় থাকলে সারাদিন খালি মায়ের দোষ,গুণ খুঁজি...
কোন তরকারিতে লবণ বেশি হইলো...কোনটা খাইতে ভালো লাগে নাই...আরো কত কি...সারাদিন বকি...মাঝে মধ্যে কোন কারণ ছাড়াই আম্মার সাথে বিরাট ঝগড়া করি...ইভেন টিভিতে জি বাংলা দেখে দেইখা যেই ঝাড়ি দেই বলার মত না...কাজেই মাঝে মধ্যে আম্মা রাগ কইরা বলে কালকে থেইকা রান্না বন্ধ...নিজে রান্না কইরা খাবি...
মজার বিষয় হইলো পরের দিন সকালবেলা ঘুম থেইকা উঠলেই আম্মা প্রথম জিজ্ঞেস করবে নাস্তা কি খাবি...আম্মারে কোনদিন আমার কিংবা পিচ্চির সাথে ১ ঘন্টা বা দুই ঘন্টার বেশি কথা না বইলা থাকতে দেখি নাই...একই কারণে আমরা দুই ভাই-বোনও আম্মা কিংবা নিজেদের মধ্যে ঝগড়া কইরা কখনো কথা না বইলা থাকতে পারি না...
সবচে বড় কথা মাকে অনেক অনেক ভালোবাসি...কিন্তু কখনো বলতে পারি না...আমাদের ছোট ছোট ঝাড়ি কিংবা বকার মধ্যে এই ভালোবাসা জড়িয়ে আছে...মা কি সেটা জানে...
মায়ের সবচাইতে মজার বিষয় হইলো মাঝে মাঝে কয়েকবার মা মা কইরা ডাকলে মা কিছুক্ষণ পর কইবো, "সারাদিন ম্যা ম্যা করা ছাড়া আর কিছু করতে পারিস না..."
এইটা হইলো আমার মায়ের সবচাইতে কঠিন ঝাড়ি...কাজেই বুইঝা লন আমার মা কত্ত ভাল...মাঝে মাঝে চিন্তা করি এইরাম ভালো একখান মায়ের থেইক্যা আমরা বদ-দুইটা ভাই-বোন কেম্নে হইলাম... :p
মা দিবসে আমার মায়ের জন্য ছোট্র এই একটুকরো ভালোবাসা আপনাদের সবার সাথে শেয়ার করলাম...
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৩ সকাল ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




