জাকির নায়েককে নিয়ে জাফর ইকবাল এরকম নির্লজ্জ মিথ্যাচার না করলেও পারতো।
জাফর ইকবাল গতকাল তার কলামে বলেছেন,- 'যখন কেউ নিজের ধর্মকে ব্যাখ্যা করার জন্য অন্য ধর্মকে উপহাস করতে থাকে সেটি পৃথিবীর জন্যে শুভ হতে পারে না।'
আমি জাফর ইকবালের কাছে জানতে চাই, জাকির নায়েক কখন, কোথায়, কোন লেকচারে অন্য ধর্ম নিয়ে উপহাস করেছেন? তিনি কি রেফারেন্সবিহীন, যুক্তিবিহীন কোন কথা কোনদিন কোন ধর্মের ব্যাপারে বলেছেন? আমি শুধু একটি প্রমান চাই।
জাফর ইকবাল আরো বলেছেন,- 'অন্য অনেক দেশের মতো জাকির নায়েককে বাংলাদেশেও নিষিদ্ধ করা হয়েছে।'
চরম মিথ্যাচার করেছেন জাফর ইকবাল।
উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই জাফর ইকবাল এটা করেছেন।
জাকির নায়েক বাংলাদেশে নিষিদ্ধ নয়। জাকির নায়েক 'অনেক' দেশে নিষিদ্ধ নন, তিনি কেবল ব্রিটেনেই নিষিদ্ধ। জাফর ইকবাল জেনে অত্যন্ত দুঃখিত হবে যে, কিছুদিন আগেই জাকির নায়েক চীন-মালেশিয়ায় কনফারেন্স করে এসেছেন। শুধু ২০১৫ সালেই তিনি মোট ১২ টা দেশে সমানভাবে ধর্ম প্রচার করেছেন।
পৃথিবীর এক তৃতীয়ভাগ মানুষ যে ভাষায় কথা বলে, সেই 'মান্দারিন' ভাষায় তার 'পিস টিভি' চালুর কাজ প্রায় সম্পন্ন।
জাফর ইকবাল তার সেই কলামে জাকির নায়েককে অন্য ধর্ম নিয়ে উপহাস (!) করার জন্য তিরস্কার করেছেন, অথচ অই একই কলামে তিনি শাহবাগি নাস্তিক রাজিব ওরফে থাবাবাবার জন্য তার সহানুভূতি উগরে দিয়েছেন।
জাকির নায়েক নিজ ধর্মকে ব্যাখ্যা করতে অন্য ধর্মকে উপহাস (!) করলে তা যদি পৃথিবীর জন্য শুভ না হয়, তাহলে আমি জাফর ইকবালের কাছে জানতে চাই, 'ধর্মকারি ব্লগ' 'মুক্তমনা ব্লগ' 'আমার ব্লগ' আর 'নূরানি চাপা' ব্লগে রাজিব ওরফে থাবাবাবা যে রাসূল (সাঃ) এবং উনার স্ত্রীদের নিয়ে অশ্লীল, কুৎসিত, জঘন্য নোংরা ভাষায় গালাগালি করতো,
ইসলামের বিভিন্ন বিষয়, ঈদ,কোরবান, ঢিলা-কুলুগ,হজ্ব,যাকাত নিয়ে উপহাস করতো, বিশ্রী, কদর্য ভাষায় গালাগালি করতো, তা পৃথিবীর জন্য ঠিক কতোখানি শুভ? জাফর ইকবাল কি উনার 'চেতনাফাইং' গ্লাস দিয়ে আমার কাছে এই ব্যাখ্যাটি পরিষ্কার করবেন,প্লিজ?
(থাবা বাবার শুভ কাজের স্ক্রিনশট কমেণ্টে)
জাফর ইকবাল বলেছেন, এই সময়টা তিনি বিদেশে কাটালেও, উনি 'ইন্টারনেট' এর মাধ্যমে দেশের পরিস্থিতির খবর ঠিকই রাখছেন।গুলশান হত্যাকান্ডে জঙ্গীরা যে নিয়মিতই জাকির নায়েকের লেকচার শুনতো, সে খবরও তিনি পেয়ে গেছেন।
জাফর ইকবালদের এরকম মিথ্যাচার আর দলান্ধতা দেখে এখন আর অবাক হইনা। জাফর ইকবাল বিদেশে বসে 'ইন্টারনেট' থেকে সব খবর নিতে পেরেছেন, অথচ, 'ডেইলি ষ্টার' যে জাকির নায়েককে নিয়ে মিথ্যা সংবাদ ছাপিয়ে পরে তা তুলে নিয়ে ভুল স্বীকার করেছে সে খবর জাফর ইকবালের 'ইন্টারনেট' এ এখনো পৌঁছেনি। ভারতের প্রথম শ্রেণীর পত্রিকা 'দ্য হিন্দু'র রিপোর্ট মতে, ভারতের গোয়েন্দারা যে জাকির নায়েকের লেকচারে কোন জঙ্গীবাদ,সন্ত্রাসবাদের ছিটেফোঁটাও পায়নি, সে খবরও জাফর ইকবাল এখনো তার 'ইন্টারনেট' এ পান নি।
গুলশান ঘটনার আজকে ১৫ দিন পার হচ্ছে। এতদিন পরে জাফর ইকবালের চেতনা জাগ্রত হয়েছে।উনি গুলশান হত্যাকান্ডে নিহত বিদেশিদের জন্য এতদিন পরে এত্তগুলা সিমপ্যাথি দেখিয়ে কলাম লিখেছেন।
উনার কাছে আমার শেষ প্রশ্ন,- 'জাফর স্যার, আপনার চেতনা স্লো নাকি?(লিখেছেন আরিফ আজাদ)
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




